TRENDING:

MS Dhoni : প্রেম, বিয়ে ভাঙছে রোজ! ধোনি দিলেন দুর্দান্ত টিপস, ৫ মিনিট এমন কাজ করতে পারলেই আর সম্পর্ক ভাঙবে না কারও!

Last Updated:

Ms Dhoni : টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বর-কনের সঙ্গে মজা করতে দেখা গেল। হাসি-ঠাট্টার মাঝে তিনি এমন একটি রিলেশনশিপ অ্যাডভাইস দিলেন, যা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকে হেসে উঠল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাঁচি : প্রায় প্রতিটি সম্পর্কে ওঠানামা আসে, কিন্তু ভাল থাকা সেখানেই যেখানে ছোট ছোট মুহূর্তগুলোকে নষ্ট হতে দেওয়া হয় না। এর সঙ্গে জড়িত একটি মজাদার ঘটনা সম্প্রতি একটি বিবাহ অনুষ্ঠানে দেখা গেল। সেখানে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বর-কনের সঙ্গে মজা করতে দেখা গেল। হাসি-ঠাট্টার মাঝে তিনি এমন একটি রিলেশনশিপ অ্যাডভাইস দিলেন, যা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকে হেসে উঠল। কিন্তু ধোনির সেই কথার অর্থ গভীর।
News18
News18
advertisement

স্টেজে ধোনি প্রথমে মজার ছলে বললেন, “কিছু লোক থাকে আগুন নিয়ে খেলতে ভালোবাসে। এটা ভেবো না যে আমারটা আলাদা। এখানে যত স্বামী আছেন সবার একই অবস্থা। স্ত্রীরা পাত্তাই দেয় না, সে আপনি যতই ওয়ার্ল্ড কাপ জিতে আসুন।” ধোনির মুখে এমন কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠেন।

কিন্তু একই হাসি-ঠাট্টার মধ্যেই তিনি কনেকে পরামর্শ দিয়ে বললেন, “যখনই বর রেগে থাকবে তখন কিছু বলবে না। কারণ ৫ মিনিটের মধ্যেই স্বামীরা ঠান্ডা হয়ে যায়।” ধোনির এই পরামর্শটি যদিও মজা করতে করতে বলা হয়েছিল, কিন্তু সম্পর্কের ব্যাপারে এটি একটি বড় সত্যি।

advertisement

আরও পড়ুন- ৪৮ দলের ফুটবল বিশ্বকাপের ড্র আজ, ব্রাজিল-আর্জেন্টিনা কোন গ্রুপে পড়তে পারে?

সেরা ভিডিও

আরও দেখুন
ইলিশ, ভোলা...! শীতের শুরুতে 'মাছে ভাতে বাঙালি'দের জন্য চরম খারাপ খবর, মাছ নিয়ে বাড়ছে আশঙ্ক
আরও দেখুন

অনেক সময় মানুষ তাঁর সঙ্গীর সঙ্গে ছোট ছোট বিষয়ে ঝগড়া করে ফেলে। সঙ্গে সঙ্গে কোনও কথার প্রতিক্রিয়া দেখায়, যার ফলে চাপ বাড়ে। বিশেষজ্ঞরাও বলেন, রাগের মুহূর্তে কথা বললে ঝগড়া ও ভুল বোঝাবুঝি আরও বাড়তে পারে, কিন্তু একটু সময় নিয়ে কথা বললে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যায়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni : প্রেম, বিয়ে ভাঙছে রোজ! ধোনি দিলেন দুর্দান্ত টিপস, ৫ মিনিট এমন কাজ করতে পারলেই আর সম্পর্ক ভাঙবে না কারও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল