স্টেজে ধোনি প্রথমে মজার ছলে বললেন, “কিছু লোক থাকে আগুন নিয়ে খেলতে ভালোবাসে। এটা ভেবো না যে আমারটা আলাদা। এখানে যত স্বামী আছেন সবার একই অবস্থা। স্ত্রীরা পাত্তাই দেয় না, সে আপনি যতই ওয়ার্ল্ড কাপ জিতে আসুন।” ধোনির মুখে এমন কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠেন।
কিন্তু একই হাসি-ঠাট্টার মধ্যেই তিনি কনেকে পরামর্শ দিয়ে বললেন, “যখনই বর রেগে থাকবে তখন কিছু বলবে না। কারণ ৫ মিনিটের মধ্যেই স্বামীরা ঠান্ডা হয়ে যায়।” ধোনির এই পরামর্শটি যদিও মজা করতে করতে বলা হয়েছিল, কিন্তু সম্পর্কের ব্যাপারে এটি একটি বড় সত্যি।
advertisement
আরও পড়ুন- ৪৮ দলের ফুটবল বিশ্বকাপের ড্র আজ, ব্রাজিল-আর্জেন্টিনা কোন গ্রুপে পড়তে পারে?
অনেক সময় মানুষ তাঁর সঙ্গীর সঙ্গে ছোট ছোট বিষয়ে ঝগড়া করে ফেলে। সঙ্গে সঙ্গে কোনও কথার প্রতিক্রিয়া দেখায়, যার ফলে চাপ বাড়ে। বিশেষজ্ঞরাও বলেন, রাগের মুহূর্তে কথা বললে ঝগড়া ও ভুল বোঝাবুঝি আরও বাড়তে পারে, কিন্তু একটু সময় নিয়ে কথা বললে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যায়।
