কিন্তু এশিয়ার মধ্যে তাদের অবস্থান ১৮ নম্বরে। এশিয়ান গেমসে খেলতে হলে থাকতে হবে ৮ নম্বরের ভেতর। এখানেই সমস্যা সুনীল ছেত্রী, চাংতে, সাহাল, অনিরুদ্ধ, আনোয়ারদের। এআইএফএফ-এর সাধারণ সম্পাদক শাজি প্রভাকরণ আরও বলেন, ভারতীয় দলের এ বছর পারফরম্যান্স খুবই অনুপ্রেরণাদায়ক। এটি ফুটবলের জন্য একটি বিশাল মনোবল বুস্টার হবে, বিশেষ করে অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের জন্য, যদি তারা এশিয়ান গেমসে খেলার সুযোগ পায়।
advertisement
এই মুহূর্তে এশিয়ান গেমসে অনূর্ধ্ব ২৩ ফুটবলার খেলানোর নিয়ম। যদিও তিনজন ফুটবলার বেশি বয়সের হতে পারেন। ভারতের বর্তমান দলটি বেশিরভাগ তরুণ। তাই সুযোগ পেলে তারা নিজেদের প্রমাণ করত এমনটাই মনে করে ফুটবল ফেডারেশন। তারা শেষ চেষ্টা করবে অলিম্পিক অ্যাসোসিয়েশনকে বোঝানোর যাতে ফুটবল দল পাঠানো যায় চিনে।
কিন্তু একান্ত না হলে কিছু করার নেই। থাইল্যান্ডে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিংস কাপ খেলবে ভারত। এশিয়ান গেমসে খেলতে পারলে ভারতীয় দলের সুবিধে হত পরের বছর এশিয়ান কাপে নিজেদের পরীক্ষা করে নিতে। তবে সেই সুযোগ সুনীল ছেত্রীদের না পাওয়ার সম্ভাবনাই বেশি।