TRENDING:

Indian Football: সুনীল ছেত্রীর মন খারাপ! দুর্দান্ত ছন্দে থেকেও এশিয়ান গেমসে নেই ভারতীয় ফুটবল

Last Updated:

ভারতের বর্তমান দলটি বেশিরভাগ তরুণ। তাই সুযোগ পেলে তারা নিজেদের প্রমাণ করত এমনটাই মনে করে ফুটবল ফেডারেশন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ২০১৮ এশিয়ান গেমসের জন্য ভারতীয় ফুটবল দলকে অনুমোদন দিতে অস্বীকার করেছিল, কারণ সেই সময়ে এই দল তখন এশিয়ার শীর্ষ আট র‌্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হয়নি। এবারও সেই এক সমস্যা ভারতীয় ফুটবল দলের সামনে।সাম্প্রতিককালে ভারতের সিনিয়র ফুটবল দল দুর্দান্ত ফুটবল খেলেছে। তিনটে ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে।
ভারতীয় ফুটবল দল নেই এশিয়ান গেমসে
ভারতীয় ফুটবল দল নেই এশিয়ান গেমসে
advertisement

কিন্তু এশিয়ার মধ্যে তাদের অবস্থান ১৮ নম্বরে। এশিয়ান গেমসে খেলতে হলে থাকতে হবে ৮ নম্বরের ভেতর। এখানেই সমস্যা সুনীল ছেত্রী, চাংতে, সাহাল, অনিরুদ্ধ, আনোয়ারদের। এআইএফএফ-এর সাধারণ সম্পাদক শাজি প্রভাকরণ আরও বলেন, ভারতীয় দলের এ বছর পারফরম্যান্স খুবই অনুপ্রেরণাদায়ক। এটি ফুটবলের জন্য একটি বিশাল মনোবল বুস্টার হবে, বিশেষ করে অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের জন্য, যদি তারা এশিয়ান গেমসে খেলার সুযোগ পায়।

advertisement

advertisement

এই মুহূর্তে এশিয়ান গেমসে অনূর্ধ্ব ২৩ ফুটবলার খেলানোর নিয়ম। যদিও তিনজন ফুটবলার বেশি বয়সের হতে পারেন। ভারতের বর্তমান দলটি বেশিরভাগ তরুণ। তাই সুযোগ পেলে তারা নিজেদের প্রমাণ করত এমনটাই মনে করে ফুটবল ফেডারেশন। তারা শেষ চেষ্টা করবে অলিম্পিক অ্যাসোসিয়েশনকে বোঝানোর যাতে ফুটবল দল পাঠানো যায় চিনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

কিন্তু একান্ত না হলে কিছু করার নেই। থাইল্যান্ডে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিংস কাপ খেলবে ভারত। এশিয়ান গেমসে খেলতে পারলে ভারতীয় দলের সুবিধে হত পরের বছর এশিয়ান কাপে নিজেদের পরীক্ষা করে নিতে। তবে সেই সুযোগ সুনীল ছেত্রীদের না পাওয়ার সম্ভাবনাই বেশি।

বাংলা খবর/ খবর/খেলা/
Indian Football: সুনীল ছেত্রীর মন খারাপ! দুর্দান্ত ছন্দে থেকেও এশিয়ান গেমসে নেই ভারতীয় ফুটবল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল