এই শতরানে মাধ্যমে স্মিথ অ্যাশেজ ইতিহাসে নিজের ১৩তম শতরান পূর্ণ করেন এবং ইংল্যান্ডের কিংবদন্তি জ্যাক হোবসকে ছাড়িয়ে যান। এর ফলে তিনি অ্যাশেজে সর্বাধিক শতককারী ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন। এই তালিকায় তাঁর ওপরে কেবল ডন ব্র্যাডম্যান, যাঁর নামের পাশে রয়েছে ১৯টি শতরান। একই সঙ্গে অ্যাশেজে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকাতেও স্মিথ দ্বিতীয় স্থানে উঠে আসেন, যেখানে তিনি জ্যাক হোবসের ৩৬৩৬ রানকে পেছনে ফেলেন।
advertisement
স্টিভ স্মিথের এই ইনিংস আরও বিশেষ হয়ে ওঠে কারণ তিনি সচিন তেন্ডুলকরের একটি গুরুত্বপূর্ণ রেকর্ডও ভেঙেছেন। মাত্র ২১৯ ইনিংসে তিনি ৩৭তম টেস্ট শতরান পূর্ণ করেন, যেখানে সচিনের লেগেছিল ২২০ ইনিংস। যদিও এই ক্ষেত্রে দ্রুততম হওয়ার কৃতিত্ব এখনও রিকি পন্টিংয়ের, তবুও স্মিথের ধারাবাহিকতা তাঁকে আধুনিক যুগের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অধিনায়ক হিসেবেও স্মিথের কৃতিত্ব চোখে পড়ার মতো। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়ে তিনি অধিনায়ক হিসেবে নিজের ১৮তম টেস্ট শতরান করেন। টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে তাঁর চেয়ে বেশি শতরান করেছেন কেবল গ্রেম স্মিথ, বিরাট কোহলি ও রিকি পন্টিং। ৬৮-এর বেশি ব্যাটিং গড় নিয়ে স্মিথ ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন।
