TRENDING:

সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়লেন স্মিথ, বল বিকৃতির সব দায় নিলেন নিজের কাঁধে

Last Updated:

বল বিকৃতির ঘটনায় ক্ষমা চাইলেন স্টিভ স্মিথ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি: বল বিকৃতির ঘটনায় ক্ষমা চাইলেন স্টিভ স্মিথ। দেশে ফেরার পর আজ বৃহস্পতিবার সিডনিতে সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন  অস্ট্রেলিয়া অধিনায়ক ৷  বল বিকৃতির ঘটনার সব দায় নিলেন নিজের কাঁধেই নিলেন স্টিভ স্মিথ ৷ তিনি বলেন, ‘‘ অধিনায়ক হিসেবে বল বিকৃতির দায় আমার ৷ সিদ্ধান্তের মারাত্মক একটি ভুল হয়েছে ৷ সেই ভুলের ফলও এখন ভোগ করছি ৷ বাকি জীবনও ফল ভোগ করতে হবে ৷ দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য গর্বিত ৷ আশা করি আবার ফিরে আসব ৷ ক্রিকেটপ্রেমীদের কাছে নিঃশর্ত ক্ষমাপ্রার্থী আমি ৷’’
advertisement

আমি এই ঘটনার পুরো দায় নিচ্ছি ৷ আমি একটা বড় ভুল করেছি ৷ আর তার ফল কী হয়েছে ৷ সেটা ভালমতোই বুঝতে পারছি ৷ এটা আমার দলকে পরিচালনা করাতেই বড় ব্যর্থতা ৷ এই ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি সবকিছু করব ৷ এই ঘটনা বাকিদের জন্যও একটা বড় শিক্ষা ৷ সারাজীবন এই ভুল আমাকে তাড়া করে বেড়াবে ৷ তার জন্য আমি প্রস্তুত আছি ৷ ক্রিকেটই আমার জীবন ৷ আমি দুঃখিত ৷ এই ঘটনায় আমি বিধ্বস্ত ৷

advertisement

ইতিমধ্যেই ঘটনার জন্য দেশবাসীর কাছ ক্ষমা চেয়ে নিয়েছেন আরেক অভিযুক্ত ডেভিড ওয়ার্নার ৷ তিনি বলেন, ‘‘ ভুল আমার থেকে হয়েছে যা আসলে ক্রিকেটের ক্ষতি করেছে ৷ আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ সব দায় আমার ৷ এই ভুলের জন্য খেলা এবং ক্রিকেটপ্রেমীদের মনে আঘাত এনেছে ৷ ’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়লেন স্মিথ, বল বিকৃতির সব দায় নিলেন নিজের কাঁধে