সিএবি সূত্রে খবর, মূলত ক্রিকেটের অ্যাকাডেমি এবং রিহ্যাব সেন্টার তৈরি করবে সিএবি। পাশাপাশি বিভিন্ন বয়স ভিত্তিক খেলা হবে সেই মাঠে। জমি নিয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সিএবির নতুন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
এর আগে ২০২২ একটি অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য জমি পেয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।
রাজারহাটে তৈরি হবে অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম। রাজ্য সরকারের থেকে জমি পেয়েছিল সিএবি। রাজারহাটে ১৪ একর জমি বরাদ্দ করা হয়েছিল নবান্নর পক্ষ থেকে।
advertisement
সেবারে রাজারহাটের এই জমির জন্য সিএবিকে দিতে হয়েছিল ৩০ কোটি টাকা। নিউজ18 বাংলাকে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন , “রাজ্য সরকারের থেকে জানানো হয়েছে রাজারহাটে জমি বরাদ্দ হওয়ার বিষয়টি। দিনকয়েকের মধ্যেই কাগজপত্র চলে আসবে। মোট ১৪ একর জমি বরাদ্দ করা হয়েছে। আধুনিক মানের স্টেডিয়াম তৈরি করা হবে।”