প্রয়াত হলেন ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার সৈয়দ আবিদ আলি। ৮৩ বছর বয়স শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ দিন ধরেই বার্ধক্য জনতি অসুস্থতায় ভুগছিলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে মারা যান তিনি। নর্থ আমেরিকা ক্রিকেট লিগের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শোকবার্তার মাধ্যমে জানানো হয়।
১৯৬৭ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভারতীয় দলে অভিষেক হয়েছিল সৈয়দ আবিদ আলির। ৫৫ রানে ৬ উইকেটে নিয়ে প্রথম ইনিংসেই সককে অবাককরেছিলেন তিনি। এক সময়ে দুরন্ত ব্যাটার, অনবদ্য স্পিনার ও চমৎকার ফিল্ডার ছিলেন তিনি। খেলেছেন মনসুর আলি খান পতৌদি, এমএল জয়সিমহা, আব্বাস আলী বেগেদের সঙ্গে।
advertisement
আরও পড়ুনঃ KKR News: আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা কেকেআরে! চিন্তা বাড়ল নাইট শিবিরের! বড় আপডেট
প্রসঙ্গত, ভারতের হয়ে ২৯ টেস্ট খেলে ১,০১৮ রান করেছিলেন তিনি। দেশের জার্সি গায়ে ৪৭ উইকেট নিয়েছেন সৈয়দ আবিদ আলি। ঘরোয়া ক্রিকেটে ২১২ টি প্রথম-শ্রেণীর ম্যাচে ৮,৭৩২ রান করার পাশাপাশি ৩৯৭টি উইকেট নিয়েছিলেনতিনি। সৈয়দ আবিদ আলির প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা।