তাঁর কাছে খ্যাতির অর্থ লাল গালিচা বা শহরে নিশ্চিন্তে ঘোরা নয়, বরং নিরাপত্তার দাবি তুলে দিলেন তিনি। কেভিন পিটারসনের সঙ্গে কথোপকথনে আফগান স্পিনার খোলাখুলিভাবে জানান, তিনি কাবুলের রাস্তায় স্বাধীনভাবে হাঁটতে পারেন না। নিজের নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়িতে চলাফেরা করেন তিনি।
রশিদ বলেন, “আমি আফগানিস্তানে রাস্তায় হাঁটতে পারি না। আমার কাছে একটি বুলেটপ্রুফ গাড়ি আছে।” এটি শুধুমাত্র নিরাপত্তার জন্য। আপনি ভুল জায়গায় বা ভুল সময়ে থাকতে চান না। আফগানিস্তানে এটি সাধারণ ব্যাপার। সবার কাছেই এমন ব্যবস্থা থাকে।
advertisement
রশিদ প্রকাশ্যে তালিবানের নারী অধিকার ও শিক্ষার ওপর আরোপিত নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন। তিনি আফগান মহিলাদের ও কিশোরীদের পক্ষে আওয়াজ তুলেছেন, যা তালিবানের চিন্তাধারা ও ক্ষমতাকে চ্যালেঞ্জ করে। রশিদ জানেন, ভুল জায়গায় বা ভুল সময়ে থাকা বিপজ্জনক হতে পারে। তবুও তাঁর কণ্ঠে কোনও তিক্ততা নেই। তিনি অত্যন্ত শান্তভাবে কথা বলেছেন, যা থেকে বোঝা যায় তিনি নিজের দেশের বাস্তবতাকে কত গভীরভাবে বুঝেছেন।
আরও পড়ুন- ‘ইংল্যান্ডের ভারতের কাছ থেকে শেখা উচিত’! অ্যাশেজ হার নিয়ে স্টোকসদের খোঁচা রোহিতের
তিনি জানান, একসময় ক্রিকেট ছিল শুধুই একটি স্বপ্ন। নিরাপত্তার ভয়ে বাইরে গিয়ে খেলাও নিষিদ্ধ ছিল। “আমাকে বাইরে গিয়ে খেলতে দেওয়া হত না,” বললেন তিনি। উল্লেখ্য, ক্রিকেটে আফগানিস্তানের সাফল্য কোনো রূপকথার চেয়ে কম নয়, যা লক্ষ লক্ষ মানুষকে আশা ও গর্বের অনুভূতি দিয়েছে।
