TRENDING:

ধর্ষক বন্ধুর পাপের ফল ভোগ করছেন জাতীয় দলের এই ক্রিকেটার

Last Updated:

বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিকেটারের বিরুদ্ধে শ্লীলতাহানি,যৌন হেনস্তা -র অভিযোগ ওঠে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি : বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিকেটারের বিরুদ্ধে শ্লীলতাহানি,যৌন হেনস্তা -র অভিযোগ ওঠে ৷ ফলে ক্রিকেট অনেকদিনই নিজের ‘জেন্টলম্যানস গেম’-র তকমা হারিয়েছে ৷
advertisement

এবার আবার আঙুল উঠল ক্রিকেটারের দিকে ৷ তাও আবার ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ ৷ শ্রীলঙ্কার জাতীয় দলের ক্রিকেটার ধুনষ্কা গুণতিলকার উপস্থিতিতে তাঁর বন্ধু এই কুকীর্তিটি ঘটিয়েছেন ৷   এক  নরওয়ের মহিলা-র দায়ের করা অভিযোগের ভিত্তিতে নির্বাসিত করা হয়েছে গুণতিলকাকেও ৷

কলম্বোর যে টিম হোটেলে শ্রীলঙ্কা দল ছিল সেখানে গুনতিলকা এবং তাঁর এক বন্ধু দুই নরওয়ের মহিলাকে নিয়ে যান ৷ সেখােনই রবিবার এই ঘটনা ঘটে ৷ শ্রীলঙ্কান নাগরিক অথচ ব্রিটিশ পাসপোর্ট ধারী সেই বন্ধুর নাম অবশ্য প্রকাশ্যে হয়নি ৷

advertisement

আরও পড়ুন - প্রফুল্ল প্যাটেলের মেয়ের বিয়ে, হাজির সচিন থেকে শাহরুখ, শো স্টপার ধোনি

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই মুহূর্তে শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান সেরা পারফরম্যান্স দিচ্ছেন ৷ তবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাঁকে নির্বাসিত করলেও নরওয়ের ভদ্রমহিলার গুনরত্নের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই ৷

বাংলা খবর/ খবর/খেলা/
ধর্ষক বন্ধুর পাপের ফল ভোগ করছেন জাতীয় দলের এই ক্রিকেটার