TRENDING:

Asia Cup 2025: এশিয়া কাপে ম্যাচের মাঝেই হার্ট অ্যাটাকে সব শেষ! শ্রীলঙ্কা দলে শোকের ছায়া

Last Updated:

Asia Cup 2025: শ্রীলঙ্কার প্রতিভাবান স্পিনার দুনিথ ওয়ালালাগের জন্য ২০২৫ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ছিল এক সঙ্গে গর্ব, চ্যালেঞ্জ এবং গভীর শোকের অভিজ্ঞতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শ্রীলঙ্কার প্রতিভাবান স্পিনার দুনিথ ওয়ালালাগের জন্য ২০২৫ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ছিল এক সঙ্গে গর্ব, চ্যালেঞ্জ এবং গভীর শোকের অভিজ্ঞতা। ২২ বছর বয়সী এই তরুণ প্রথমবার জাতীয় দলের জার্সিতে এশিয়া কাপের মঞ্চে মাঠে নামেন, কিন্তু এই বিশেষ দিনটি তার জীবনে এক দুঃখের স্মৃতি হয়ে রয়ে গেল। ম্যাচে শেষ ওভারে বোলিংয়ের দায়িত্ব পেয়ে তিনি আফগান ব্যাটার মহম্মদ নবির হাতে একটানা পাঁচটি ছক্কা হজম করেন, যা তার আত্মবিশ্বাসে বড় ধাক্কা দেয়।
News18
News18
advertisement

শেষ ওভারে তার করা ওভারে মোট ৩২ রান ওঠে, যার ফলে খেলার রুদ্ধশ্বাস মুহূর্তে ম্যাচটি হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছিল শ্রীলঙ্কার। যদিও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা জয়লাভ করে এবং আফগানিস্তানকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়, কিন্তু ওয়ালালাগের অভিষেকের স্মৃতি থেকে এই হতাশার ছাপ মুছে যায়নি। তরুণ বোলারের জন্য এমন কঠিন অভিজ্ঞতা অবশ্যই মানসিকভাবে ভেঙে দেওয়ার মতো।

advertisement

তবে ম্যাচের পর যা ঘটেছিল, তা আরও মর্মান্তিক। খেলা শেষে দলের ম্যানেজার তাকে জানান যে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মাঠে কষ্টকর অভিষেকের ধাক্কা সামলাতে না সামলাতে বাবার মৃত্যুসংবাদে ওয়াসালাগে একেবারে ভেঙে পড়েন। তরুণ বয়সে এত বড় ক্ষতি তার জীবন ও ক্রীড়া-ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।

advertisement

আরও পড়ুনঃ India vs Oman: দরকার আর একটি উইকেট, ওমানের বিরুদ্ধে ইতিহাস গড়বেন ভারতীয় বোলার? যা আর কারও নেই!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ঘটনাটি কেবল একজন খেলোয়াড়ের মনের ওপর প্রভাব ফেলে না, বরং পুরো দলের আবেগেও ছাপ ফেলে। শোকের মধ্যেও দুনিথের মাঠে উপস্থিতি এবং নিজের দায়িত্ব পালনের চেষ্টা এক সাহসী মনোভাবের পরিচায়ক। এমন কঠিন মুহূর্তে তার পাশে থাকা এবং মানসিকভাবে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2025: এশিয়া কাপে ম্যাচের মাঝেই হার্ট অ্যাটাকে সব শেষ! শ্রীলঙ্কা দলে শোকের ছায়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল