TRENDING:

IPL 2019: সঞ্জুর সেঞ্চুরি কাজে এল না, ওয়ার্নার-বিজয়দের দাপটে সহজ জয় সানরাইজার্সের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজস্থান রয়্যালস: ১৯৮/২, সানরাইজার্স হায়দরাবাদ: ২০১/৫
advertisement

৬ বল বাকী থাকতেই ৫ উইকেটে জয়ী সানরাইজার্স

#হায়দরাবাদ: দ্বাদশ আইপিএলের প্রথম সেঞ্চুরি বিফলে গেল সঞ্জু স্যামসনের ৷ ওয়ার্নার ঝড়ে উড়ে গেল রাজস্থান ৷ শুধু ডেভিড ওয়ার্নারই নন ৷ ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে জেতাতে মুখ্য ভূমিকা নিলেন টিম ইন্ডিয়ার অন্যতম তরুণ সদস্য বিজয় শঙ্করও ৷ ১৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে এক ওভার বাকী থাকতেই ম্যাচে জয় ছিনিয়ে নিল হায়দরাবাদ ৷

advertisement

১৯৯ রান তাড়া করতে নেমে এদিন প্রথম থেকেই চালিয়ে খেলতে থাকে সানরাইজার্সের দুই ওপেনার ওয়ার্নার-বেয়ারস্টো জুটি ৷ প্রথম উইকেটের জুটিতেই ওঠে ১১০ রান ৷ শ্রেয়াস গোপালের বলে বেয়ারস্টো (৪৫) রান করে আউট হলেও হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার (৬৯) ৷ এরপর তিন নম্বরে নামা কেন উইলিয়ামসন (১৪) রান না পেলেও দলকে জেতানোর জন্য প্রয়োজনীয় রানটা তুলে দেন বিজয় শঙ্কর (১৫ বলে ৩৫), ইউসুফ পাঠান (১৬ নট আউট), রশিদ খান (১৫ নট আউট)-রা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিন অবশ্য ম্যাচ হারলেও দর্শকদের সেরা ব্যাটিংয়ের উপহারটা দিয়েছেন সঞ্জু স্যামসনই ৷ রাসেল, ঋষভ, যুবরাজদের ব্যাটে এক’দিন চার-ছক্কার বন্যা দেখা গেলেও মরশুমের প্রথম সেঞ্চুরিটা এল রাজস্থানের সঞ্জু  ব্যাট থেকেই ৷ ৫৫ বলে অপরাজিত ১০২ রান করলেন তিনি ৷ তাঁর ইনিংসটি সাজানো ১০টি চার এবং ৪টি বিশাল ছক্কায় ৷ মাত্র ২৪ বছরের এই তরুণের ব্যাটিং দেখে মুগ্ধ প্রত্যেকেই ৷ নিজামের শহরে সেঞ্চুরি করে এদিন নতুন একটা রেকর্ডও গড়ে ফেললেন তিনি ৷ চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে সেঞ্চুরি করার নজির গড়লেন ৷ তবে এই প্রথমবার নয়, এর আগেও আইপিএলে শতরান করেছেন সঞ্জু ৷ সেহওয়াগ, বিরাট, বিজয়দের সঙ্গে এখন একই আসনে রয়্যালস তারকা ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2019: সঞ্জুর সেঞ্চুরি কাজে এল না, ওয়ার্নার-বিজয়দের দাপটে সহজ জয় সানরাইজার্সের