একটা সময় ছিল যখন আইসিসি ট্রফি জয়ের জন্য দীর্ঘ বছর অপেক্ষা করতে হত ভারতীয় দলকে। ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ের পর ভারত আইসিসি ট্রফি জিতেছিল ২০০২ সালে। শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। কিন্তু এখন সেই প্রতীক্ষা অনেকটাই কমেছে। বিগত ৯ মাসের মধ্যে দুটি আইসিসি ইভেন্ট জিতল ভারতীয় দল। গতবছর রোহিত শর্মার নেতৃত্বেই টি-২০ বিশ্বকাপ জিতেছিল এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া।
advertisement
এই নিয়ে নিজেদের ক্যাবিনেটে মোট ৭টি আইসিসি ট্রফি রাখল ভারতীয় দল। ১৯৮৩ সালে ওডিআই বিশ্বকাপ, ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ ও ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারতীয় দল। আইসিসি ট্রফি জয়ের নিরিখে সবার উপরে রয়েছে অস্ট্রেলিয়া। মোট ১০টি ট্রফি রয়েছে অজিদের ক্যাবিনেটে।
ব
আরও পড়ুনঃ ICC Champions Trophy 2025: ‘সকলকে ধন্যবাদ’, ফাইনাল জয়ের পরই বড় কথা বলে দিলেন রোহিত শর্মা
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের বিরাট কোহলি ও রোহিত শর্মারা বলেছেন, ভারতীয় ক্রিকেট তাদের পরবর্তী সময়ে যোগ্য উত্তরসূরীদের হাতেই রয়েছে। ভারতীয় ক্রিকেটের গৌরব আরও বাড়াবেন নতুন প্রজন্মের ক্রিকেটাররা। ফলে আগামি দিনে খুব তাড়াতাড়ি একাধিক আইসিসি ট্রফি জয় করতে পারে ভারতীয় দল।