TRENDING:

স্পেনের বিরুদ্ধে জাপানের গোল নিয়ে তুমুল বিতর্ক ! কাঠগড়ায় সেই VAR

Last Updated:

এদিন স্পেনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত ভাবে ম্যাচে ফেরে জাপান ৷ এবং শেষ পর্যন্ত জিতেও যায় তারা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দোহা: ইতিহাস গড়ল জাপান। একই বিশ্বকাপে জার্মানি এবং স্পেনকে হারাতে সফল তারা। কিন্তু তা সত্ত্বেও বিতর্ক তাদের পিছু ছাড়ছে না ৷ স্পেনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে জাপানের একটি গোল নিয়ে এখন বিশ্বজুড়েই বিতর্ক শুরু হয়েছে ৷ আর এর জন্য কাঠগড়ায় সেই ‘ভার’ প্রযুক্তি ৷ জাপান স্পেনের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতলেও বিতর্ক এখন তাড়া করে বেড়াচ্ছে তাদের।
Photo Courtesy: AP
Photo Courtesy: AP
advertisement

এদিন স্পেনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত ভাবে ম্যাচে ফেরে জাপান ৷ এবং শেষ পর্যন্ত জিতেও যায় তারা ৷ গোল করেন  রিৎসু দোয়ান এবং আও তানাকা।

আরও পড়ুন- জিতেও লাভ হল না জার্মানির, বিদায় বিশ্বকাপ থেকে ! শেষ ষোলয় জাপান, স্পেন

ভিডিওতে দেখা যায়, জাপানের গোলের সময় বল গোল লাইনের বাইরে চলে গিয়েছে। এমনটাই মত অধিকাংশ মানুষের ৷  যদিও ভার দেখার পর রেফারি গোলের সিদ্ধান্তই জানান। যা মেনে নিতে পারছেন না অধিকাংশ ফুটবলপ্রেমীরাই ৷ এর জন্য ভার-কেই কাঠগড়ায় তুলেছেন তারা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

ফুটবলে এশীয় দেশগুলি যে ইউরোপের দেশগুলির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার মতো জায়গায় চলে এসেছে, এদিনের খেলাতেই ফের তা প্রমাণিত ৷ জার্মানি, বেলজিয়ামের মতো দল যেখানে শেষ ষোলোয় কোয়ালিফাই করতে ব্যর্থ ৷ সেখানে এবারের বিশ্বকাপের চমক জাপান, মরক্কোর মতো দলগুলি ৷

বাংলা খবর/ খবর/খেলা/
স্পেনের বিরুদ্ধে জাপানের গোল নিয়ে তুমুল বিতর্ক ! কাঠগড়ায় সেই VAR
Open in App
হোম
খবর
ফটো
লোকাল