TRENDING:

কটকেই সিরিজ পকেটে পুরলেন ডু-প্লেসিরা

Last Updated:

কটকেই টি-২০ সিরিজে জিতে নিল দক্ষিণ আফ্রিকা ৷ এদিন ৬ উইকেটে ম্যাচ জিতলে তারা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত: ৯২ (১৭.২ ওভার )
advertisement

দক্ষিণ আফ্রিকা : ৯৬/৪ (১৭.১ ওভার)

১৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা ৷ টি-২০ সিরিজ জিতলেন ডু-প্লেসিরা ৷

#কটক:  ধরমশালায় ২০০ রান করেও জেতা হয়নি ৷ এর জন্য হিমাচল প্রদেশের শহরের শিশিরকেই খলনায়ক বানানো হয়েছিল ৷ সোমবার কিন্তু পরিস্থিতি ছিল পুরো অন্যরকম ৷ গোটা পূর্বভারতেই বছরের এই সময় রাতে শিশির প্রায় পড়ে না বললেই চলে ৷ তাই কটকে স্পিনারদের বল গ্রিপ-টিপ জাতীয় অসুবিধা  একেবারেই হওয়ার কথা ছিল না ৷ কিন্তু বাস্তবে এদিন বারাবাটি স্টেডিয়ামে দেখা গেল অন্য দৃশ্যই ৷ বোলাররা নিজেদের বোলিং-এর উন্নতি করবেন কী, ব্যাটসম্যানরাই খেলা শেষ করে এলেন মাঠে ! টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯২ রানেই অলআউট হয়ে গেল মেন ইন ব্লু’রা ৷ ‘দর্শক বাধা’ টপকেও অনায়াসে ৬ উইকেটে ম্যাচ জিতলে দক্ষিণ আফ্রিকা ৷ সেইসঙ্গে টি-২০ সিরিজও নিজেদের পকেটে পুরলেন তাঁরা ৷

advertisement

গত ম্যাচের মতো সোমবারও টস ভাগ্য সঙ্গ দেয়নি এমএসডি-র ৷ তবে টস হারলেও ভারতীয় ব্যাটসম্যানরা যে এদিন এমন অসহায় আত্মসমর্পন করবেন, সেটা হজম করাটা সত্যি কঠিন ৷ ভারতের ইনিংসের সর্বোচ্চ রান দু’জনের ৷ আগের ম্যাচে সেঞ্চুরিকারি রোহিতের পাশাপাশি রায়নাও করলেন ২২ রান ৷ বাকিদের কথা যতটা কম বলা যায় ততোই ভালো ৷ কোহলি, রায়ডু, প্যাটেলদের ব্যাটিং দেখে মনেই হয়নি যে এটা ভারতের জন্য মরণ-বাঁচনের ম্যাচ ছিল ৷ তাও বিপক্ষে যদি একটা ডেল স্টেইন বা মর্নি মর্কেল নামক কোনও ‘জুজু’ থাকত ৷ তাহলেও ভাবা যেত ৷ কিন্তু মর্নির ভাই অ্যালবি মর্কেলের বোলিং-এই এদিন কুপোকাৎ টিম ইন্ডিয়া ৷ ৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি ৷ সেইসঙ্গে কোহলি এবং ‘ইনফর্ম’ ব্যাটসম্যান রোহিতের রান আউট হওয়াটাও এদিন একটা বড় ফ্যাক্টর ভারতের জন্য ৷

advertisement

রান তাড়া করতে নেমে একেবারেই কোনও সমস্যায় পড়তে হয়নি ডেভিলিয়ার্সদের ৷ অশ্বিন ৩ উইকেট নিয়ে কিছুটা চাপ বাড়ালেও ১৭ বল বাকি থাকতেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা ৷ মাঝে দর্শকদের মাঠে বোতল ছোঁড়ার কারণে প্রায় আধ ঘণ্টা খেলা বন্ধ ছিল ৷ সেইসময়েও দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বা ম্যানেজারকে যতোটা মাঠে নেমে তৎপর হতে দেখা গিয়েছে ৷ ভারতীয় শিবিরে ছবিটা ছিল পুরো উল্টো ৷ ম্যাচের আগের দিন অধিনায়ক ধোনির মাঠে মাথা গরম করা থেকে শুরু করে সোমবার গোটা দলের এই হতশ্রী পারফরম্যান্স ৷মাঠে সত্যি বোতল কেন, পচা ডিম যে দর্শকরা ছোঁড়েননি, এটাই ভাগ্য ভালো বলতে হবে ক্যাপ্টেন কুল অ্যান্ড কোম্পানির ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কটকেই সিরিজ পকেটে পুরলেন ডু-প্লেসিরা