আরও পড়ুন - Sunil Chhetri : মেসির থেকে মাত্র চার গোল পিছিয়ে সুনীল ! কলকাতায় ইতিহাস গড়তে চান জামাই
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দিল্লির ফিরোজ শাহ কোটলায় বৃহস্পতিবার (৯ জুন) মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। তবে, এই ম্যাচে নামার আগে ঋষভ পন্থ বা হার্দিক পান্ডিয়ারা নন, দক্ষিণ আফ্রিকার চিন্তার প্রধান কারণ দিল্লির গরম। ম্যাচের আগের দিন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা জানিয়েছেন, দিল্লির গরমের সঙ্গে মানিয়ে নেওয়াই কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে সফররত দলের।
advertisement
বুধবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবারও তাপমাত্রা একই থাকার সম্ভাবনা প্রবল, যা ম্যাচের সময়ে অস্বস্তিতে ফেলতে পারে দক্ষিণ আফ্রিকাকে। অক্টোবর ২০১৫-এর পর এই নিয়ে তৃতীয় বার ভারতের বিরুদ্ধে দ্বি-পাক্ষইক টি-২০ সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। চলতি বছরের প্রথম দিকে নিজেদের ঘরের মাঠে ভারতকে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা এবং ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ করে টিম ইন্ডিয়াকে।
কেএল রাহুলের নেতৃত্বে ০-৩ ব্যবধানে ওডিআই সিরিজ হেরেছিল ভারত। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বাভুমা বলেন, আমরা জানতাম যে উষ্ণতা থাকবে কিন্তু এতটা যে বেশি হবে তা ভাবতে পারিনি। আমরা ভাগ্যবান যে এই ম্য়াচগুলো সব রাতে খেলা হবে (সন্ধ্যা ৭টা।)। কারণ রাতের তাপমাত্র সঙ্গে তবুও মানিয়ে নেওয়া যায়। কিন্তু দিনেও সময় ছেলেদের নিজেদের শরীরের খেয়াল রাখতে হবে। যত বেশি সম্ভব জল খেতে হবে।
তবে দেশের মাটিতে ভারতকে দুটো ফরম্যাটে হারানোর পর টি টোয়েন্টি ফরম্যাটে টিম ইন্ডিয়া যে ঘরের মাঠে বদলার জন্য প্রস্তুত থাকবে সেটা জানেন বাভুমা। তবে দিল্লির গরমকে চ্যালেঞ্জ জানিয়ে জেতা কঠিন ব্যাপার মানছেন তিনি।