TRENDING:

IND vs SA Test: ফের অধিনায়কত্বে কামব্যাক! ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা

Last Updated:

IND vs SA Test: আগামী মাসে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। দুটি টেস্ট, তিনটি একদিনের ও পাঁচটি টি–২০ ম্যাচের সিরিজ খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগামী মাসে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। দুটি টেস্ট, তিনটি একদিনের ও পাঁচটি টি–২০ ম্যাচের সিরিজ খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ, আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই টেস্ট দলের ঘোষণা করে দিয়েছে, যেখানে অধিনায়ক হিসেবে ফিরেছেন টেম্বা বাভুমা।
News18
News18
advertisement

চোটের কারণে পাকিস্তান সিরিজে অনুপস্থিত থাকার পর বাভুমা দলে ফিরেছেন। তিনি বাঁ পায়ের পেশির ইনজুরি থেকে সম্পূর্ণ সেরে উঠেছেন এবং আবার নেতৃত্ব দিতে প্রস্তুত। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ঘোষিত ১৫ সদস্যের দলে বাভুমা ছাড়া আর কোনো পরিবর্তন হয়নি। তিনি মিডল অর্ডার ব্যাটসম্যান ডেভিড বেডিংহামের জায়গায় ফিরেছেন।

দলে তিনজন বিশেষজ্ঞ স্পিনার — কেশব মহারাজ, সাইমন হার্মার ও সেনুরান মুথুসামি — অন্তর্ভুক্ত হয়েছেন। পাশাপাশি তিনজন পেসার — কাগিসো রাবাডা, মার্কো জানসেন ও করবিন বশ — থাকছেন আক্রমণের মূল ভরসা হিসেবে। এছাড়াও এডেন মার্করামকে সহ–অধিনায়ক করা হয়েছে। দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন, জুবায়ের হামজা ও উইয়ান মুলডার।

advertisement

বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচের মধ্যে ৯টিতে জয় পেয়েছে, যা তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে ভারতের মাটিতে তাদের রেকর্ড খুব একটা ভালো নয়। সর্বশেষ ২০০০ সালে হ্যান্সি ক্রোনিয়ে’র নেতৃত্বে তারা ভারতে টেস্ট সিরিজ জিতেছিল। এরপর থেকে গত ২৫ বছরে তারা মাত্র দুটি টেস্ট জিতেছে।

advertisement

২০১৯ সালের শেষ ভারত সফরে দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচেই পরাজিত হতে হয়েছিল। তাই আসন্ন সিরিজটি তাদের জন্য এক বড় চ্যালেঞ্জ হতে চলেছে। অন্যদিকে, ভারতীয় দলের ঘোষণা এখনও হয়নি। বাভুমার নেতৃত্বে প্রোটিয়ারা কি ২৫ বছরের খরা কাটিয়ে ভারতে আবার জয়ের মুখ দেখবে, তার উত্তর দেবে সময়।

advertisement

আরও পড়ুনঃ IND vs AUS: প্রথম টি-২০ ম্যাচে ভারতীয় দলের ওপেনিংয়ে বড় বদল! ভাগ্য ফিরতে চলেছে ‘বঞ্চিত’ ক্রিকেটারের?

সেরা ভিডিও

আরও দেখুন
শ্মশানেও থাকবে না দূষণের ঝক্কি, ফিল্টার করে ধোঁয়া নিষ্কাশন! হচ্ছে পরিবেশবান্ধব চুল্লি
আরও দেখুন

ভারত সফরের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম (সহ-অধিনায়ক), ডিওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), জুবায়ের হামজা, করবিন বশ, মার্কো জানসেন, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, সাইমন হার্মার, কাগিসো রাবাডা এবং কেশব মহারাজ।

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA Test: ফের অধিনায়কত্বে কামব্যাক! ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল