TRENDING:

Andre Russell : রাসেলকে কেন ছেড়ে দিল কেকেআর? একজনের জন্য! নাইটদের বড় রহস্য ফাঁস করে দিলেন মহম্মদ কাইফ

Last Updated:
Andre Russell : ২০২৬ আইপিএলের আগে মিনি নিলাম হবে। তার আগে সব দল রিটেনশন লিস্ট তৈরি করে ফেলেছে। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ অবশ্য রাসেল আর কেকেআরের এই বিচ্ছেদ ভালভাবে নেননি।
advertisement
1/6
রাসেলকে কেন ছেড়ে দিল কেকেআর? একজনের জন্য! নাইটদের বড় রহস্য ফাঁস
রাসেল রইলেন না কেকেআরে। এমনটা যে হতে পারে তা হয়তো কেকেআরের অতি বড় ভক্তও ভাবতে পারেননি। তবে সেটাই হল। শেষ পর্যন্ত কেকেআরের সঙ্গে আন্দ্রে রাসেলের সম্পর্কচ্ছেদ হল।
advertisement
2/6
কিন্তু হঠাৎ করে এমন কী হল যে রাসেলের মতো বিগ হিটারকে ছেড়ে দিতে বাধ্য হল নাইট শিবির! এই প্রশ্ন এখন বহু ক্রিকেট সমর্থকের মনে। কেকেআরের অনেক সুখ-দুঃখের সাক্ষী তিনি। তবে রাসেল অধ্যায় এবার অতীত।
advertisement
3/6
২০২৬ আইপিএলের আগে মিনি নিলাম হবে। তার আগে সব দল রিটেনশন লিস্ট তৈরি করে ফেলেছে। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ অবশ্য রাসেল আর কেকেআরের এই বিচ্ছেদ ভালভাবে নেননি।
advertisement
4/6
মহম্মদ কাইফ যে দাবিটা করলেন, তা শুনে অনেকের চোখ কপালে উঠতে পারে। তিনি বলছেন, কেকেআরেই এমন একজন আছে যাঁর জন্য রাসেল আর নাইটদের সম্পর্ক ভাঙল।
advertisement
5/6
কাঈফ বলেছেন, ''রাসেলের মতো ক্রিকেটারকে ছেড়ে দেওয়া সঠিক সিদ্ধান্ত নয় কেকেআরের। ওর মতো খেলোয়াড়ের জন্য এটা ১২ কোটি টাকা খুব একটা বড় অঙ্ক নয়। এমন বিগ হিটার সচরাচর আসে না। ওর ফর্ম নিয়ে সমস্যা ছিল। তবে কোচ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন আনা হয় যে কোনও দলে। আমার মনে হয়, রাসেলকে ছেড়ে দেওয়া কেকেআরের বড় সিদ্ধান্ত।''
advertisement
6/6
কাঈফ আরও বলেন, আমার মনে হয় অভিষেক নায়ারই ওকে ছেড়ে দিয়েছে। কোচ অভিষেক নিজের দল তৈরি করতে চায়। কিন্তু রাসেলকে ছেড়ে দেওয়া আমাকে একেবারে অবাক করে দিয়েছে।
বাংলা খবর/ছবি/খেলা/
Andre Russell : রাসেলকে কেন ছেড়ে দিল কেকেআর? একজনের জন্য! নাইটদের বড় রহস্য ফাঁস করে দিলেন মহম্মদ কাইফ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল