১) দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ভারত। টিম ইন্ডিয়া এই সাফল্যকে কী ভাবে দেখছেন?
সৌরভ- প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জেতার জন্য ভারতীয় দলকে অভিনন্দন। ভারতীয় ক্রিকেটের জন্য ভাল খবর, পরপর দু’বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। আশা করি এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারবে ভারত।
advertisement
২) জুন মাসে ইংল্যান্ডে গিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতার সম্ভাবনা কতটা রয়েছে রোহিত বাহিনীর?
সৌরভ-বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের জেতার সম্ভাবনা পুরোটাই রয়েছে। দেশের মাঠের পাশাপাশি অস্ট্রেলিয়াতে গিয়েও স্মিথদের হারিয়েছে টিম ইন্ডিয়া। তাই ইংল্যান্ডের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের ফের হারাতে সমস্যা হওয়ার কথা নয়। ভারত জিততেই পারে। শুধু ব্যাটারদের অন্তত ৩৫০-৪০০ রান স্কোরবোর্ডে করতে হবে।
৩) কেএল রাহুলের পরিবর্তে টেস্টে ওপেন করা শুভমান গিলের পারফরমেন্স নিয়ে কী বলবেন? আহমেদাবাদে গিল সেঞ্চুরি করার পর আপনার কি মনে হয়, গিল এবার থেকে টেস্টে নিয়মিত ওপেনার হয়ে গেলেন?
সৌরভ-শুভমান এখন ভারতীয় দলের স্থায়ী সদস্য। বিগত ছয় থেকে সাত মাস ধরেই শুভমান গিল দুর্দান্ত পারফর্ম করেছিলেন। আহমেদাবাদ টেস্টে সেঞ্চুরি করে গিল প্রমাণ করেছেন, তিনি টিম ইন্ডিয়ায় থাকতে এসেছেন। ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশে শুভমান এখন নিয়মিত খেলবেন।
৪) প্রায় সাড়ে তিন বছর পর টেস্টে সেঞ্চুরি করলেন বিরাট। কোহলির পারফরম্যান্স নিয়ে কী বলবেন?
সৌরভ- বিরাট কোহলিকে নিয়ে নতুন করে কিই বা বলব। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭৫ টা শত রান করেছে কোহলি। ৭৫ টা সেঞ্চুরি করা সহজ কথা নয়। হতে পারে শেষ কয়েক মাস বিরাটের টেস্টে ভাল সময় যাচ্ছিল না। তবে ও রানে ফিরে প্রমাণ করল ক্রিকেটে ক্লাসটাই শেষ কথা।
৫) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে অশ্বিনের অসাধারণ পারফরম্যান্স নিয়ে কী বলবেন?
সৌরভ: অশ্বিন, রবীন্দ্র জাদেজা দু’জনেই অসাধারণ ক্রিকেটার। অশ্বিন আহমেদাবাদের ব্যাটিং উইকেটে যেভাবে প্রথম ইনিংসে পারফর্ম করলেন, সেটাতে সত্যিই বোঝা যায় ও কত বড় ক্রিকেটার। তবে আমি আলাদা করে অক্ষর প্যাটেলের কথা বলব। বোলিং করার পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট হাতে যেভাবে অক্ষর অবদান রেখেছে, টেস্ট সিরিজে সেটা মনে রাখতে হবে। হয়তো তিনজনকে একসঙ্গে সব সময় খেলানো যাবে না। কিন্তু তারপরও বলতে চাই ওরাই ভারতের শক্তি।
৬) টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উইকেটকিপার হিসেবে ভারতের কাকে খেলানো উচিত?
সৌরভ-টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত কাকে খেলাবে সেটা কোচ রাহুল দ্রাবিড়ের সিদ্ধান্ত। তবে আমার মনে হয় ঈশাণ কিষান সব সময় দারুণ ক্রিকেটার। ঋষভ পন্থ না থাকায় উইকেট কিপার ব্যাটার হিসেবে আমি হলে ওকেই খেলাতাম। তবে আমার আর দ্রাবিড়ের ক্রিকেটীয় ভাবনা এক নাই হতে পারে। কোচ রাহুল ঠিক করবেন কাকে খেলাবেন। তবে আমি সবসময় বলব ঈশান কিষান একজন এক্সেপশনাল ক্রিকেটার।