TRENDING:

আইপিএল শেষ, কিছুদিন ক্রিকেট থেকে ছুটি! 'দাদা' আবার লন্ডনে মেয়ে সানার কাছে

Last Updated:

Sourav Ganguly: ১৫ জুন ভারতে ফেরার কথা মহারাজের>

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ছুটির মুডে মহারাজ। দু সপ্তাহ আপাতত বিশ্রামের মুডে সৌরভ। আইপিএলে দিল্লির দায়িত্ব সামলানোর পর এবার কিছুদিন ক্রিকেট থেকে বিশ্রাম।
advertisement

সপরিবারে ইংল্যান্ডের ছুটি কাটাতে যাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। শুক্রবার দিনই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন মহারাজ। ‌ সৌরভের সঙ্গে যাচ্ছেন স্ত্রী ডোনাও।

সৌরভের মেয়ে সানাও ইংল্যান্ডে পড়াশোনার জন্য রয়েছেন। আগামী দুই সপ্তাহ ইংল্যান্ডে থাকবেন সৌরভ। ১৫ জুন ভারতে ফেরার কথা মহারাজের। ইংল্যান্ডে সৌরভের নিজস্ব বাড়ি রয়েছে। সেখানে থেকেই ছুটি উপভোগ করবেন। ‌

advertisement

আরও পড়ুন- মাখোমাখো প্রেম! ‘রাশি’কে জন্মদিনে ভালবাসায় ভরালেন ফুটবলার প্রেমিক

আইপিএলের দায়িত্ব শেষ করার পর কলকাতায় ফিরেছেন সৌরভ। তার মধ্যেই ত্রিপুরা পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন।‌ ১৫ ই জুন দেশে ফেরার পর ত্রিপুরার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তি করবেন সৌরভ।

আইপিএলে দিল্লির দায়িত্ব সামলানোর পর ফাইনালে আহমেদাবাদে উপস্থিত ছিলেন রবিবার।‌ তবে বৃষ্টির কারণে সেদিন খেলা হয়নি। রিজার্ভ ডে সোমবারে খেলা হলেও সেদিন নিজের ব্যক্তিগত কাজের জন্য উপস্থিত থাকতে পারেনি সৌরভ। শুটিং এর কাজে ব্যস্ত ছিলেন।

advertisement

আপাতত সব কাজ থেকে ছুটি নিয়ে বিশ্রাম মুডে সৌরভ।অন্যদিকে ইংল্যান্ডে থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ধারাভাষ্য দেবেন না সৌরভ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ধারাভাষ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট চ্যানেল থেকে প্রস্তাব পাঠানো হয়েছে।

কিন্তু আইপিএলে প্রায় দুমাস দিল্লির ডিরেক্টর পদে থাকার পর আপাতত ক্রিকেট থেকে কয়েক দিনের ছুটির পরিকল্পনা করেছেন মহারাজ। তাই ধারাভাষ্যের প্রস্তাব আসলেও তাতে রাজি হননি সৌরভ।

advertisement

আরও পড়ুন- এবার আইপিএলে সবথেকে বেশি ছয় মরেছেন কারা, মোট ছক্কার সংখ্যা জানলে অবাক হবেন

সেই খবরেই মান্যতা পাওয়া গেল বুধবার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ধারাভাষ্য কারা দেবেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় নেই। সদ্য আইপিএল খেলা দীনেশ কার্তিক রয়েছেন তালিকায়।

৭ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ওভালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই ফাইনালে ধারাভাষ্য দেবেন কার্তিক। তিনি ছাড়াও থাকবেন রবি শাস্ত্রী, সুনীল গাভাসকর, রিকি পন্টিং, ম্যাথু হেডেন, জাস্টিন ল্যাঙ্গার, নাসের হুসেন এবং কুমার সঙ্গকারা।

advertisement

গত বার ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল। সে বারও ধারাভাষ্য দিয়েছিলেন কার্তিক। তবে ধারাভাষ্য না দিলেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উপস্থিত থাকতে পারেন সৌরভ।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

পাঁচ দিনের ফাইনালে কোনও একদিন মাঠে থাকতে পারেন প্রাক্তন বোর্ড সভাপতি। কারণ ধারাভাষ্য না দিলেও সৌরভ সেই সময় ইংল্যান্ডে থাকছেন।

বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএল শেষ, কিছুদিন ক্রিকেট থেকে ছুটি! 'দাদা' আবার লন্ডনে মেয়ে সানার কাছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল