মাখোমাখো প্রেম! 'রাশি'কে জন্মদিনে ভালবাসায় ভরালেন ফুটবলার প্রেমিক

Last Updated:
Prabir Das-Gitashree: ফুটবলার প্রেমিকের সঙ্গে প্রেম জমজমাট পর্দার রাশির।
1/5
দীর্ঘদিন ধরেই ফুটবলার প্রবীর দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন পর্দার রাশি। প্রথম দিকে তাঁরা ব্যাপারটা জানাজানি হতে দেননি। তবে এখন খুল্লমখুল্লা প্রেম।
দীর্ঘদিন ধরেই ফুটবলার প্রবীর দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন পর্দার রাশি। প্রথম দিকে তাঁরা ব্যাপারটা জানাজানি হতে দেননি। তবে এখন খুল্লমখুল্লা প্রেম।
advertisement
2/5
প্রবীরের বিরুদ্ধে তাঁর প্রাক্তন স্ত্রী বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন। তবে গীতশ্রী সেসব পাত্তা দেননি। তিনি বলেন, ওৎ  বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। ও ভাল মনের মানুষ। আমরা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছি।
প্রবীরের বিরুদ্ধে তাঁর প্রাক্তন স্ত্রী বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন। তবে গীতশ্রী সেসব পাত্তা দেননি। তিনি বলেন, ওৎ বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। ও ভাল মনের মানুষ। আমরা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছি।
advertisement
3/5
জন্মদিনে প্রেমিকাকে ভালবাসার ভরালেন প্রবীর। গীতশ্রীর সঙ্গে রিল শেয়ার, খাওয়া-দাওয়া, মাখোমাখো প্রেম সবই হল।
জন্মদিনে প্রেমিকাকে ভালবাসার ভরালেন প্রবীর। গীতশ্রীর সঙ্গে রিল শেয়ার, খাওয়া-দাওয়া, মাখোমাখো প্রেম সবই হল।
advertisement
4/5
প্রবীর ও গীতশ্রীর ভক্তরা ইতিমধ্যে দুজনের বিয়ে নিয়ে কথা বলছেন। তবে এই জুটি আপাতত জমিয়ে প্রেম করতেই ব্যস্ত।
প্রবীর ও গীতশ্রীর ভক্তরা ইতিমধ্যে দুজনের বিয়ে নিয়ে কথা বলছেন। তবে এই জুটি আপাতত জমিয়ে প্রেম করতেই ব্যস্ত।
advertisement
5/5
এর আগেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে বহুবার। গীতশ্রীর সঙ্গে নিয়মিত ইনস্টায় ছবিও পোস্ট করেন প্রবীর।
এর আগেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে বহুবার। গীতশ্রীর সঙ্গে নিয়মিত ইনস্টায় ছবিও পোস্ট করেন প্রবীর।
advertisement
advertisement
advertisement