TRENDING:

Sourav Ganguly: সানার বয়ফ্রেন্ড হতে গেলে কোন প্রশ্নের উত্তর দিয়ে সৌরভের মন জয় করতে হবে? খোলাখুলি বললেন বাংলার দাদা

Last Updated:

আর পাঁচজন বাবা-র মতোই তারকা বাবা সৌরভও মেয়ের সাফল্যে গর্বিত৷ মেয়ে বড় হয়েছেন এবং চাকরিও করছেন৷ সাধারণ ভাবে মেয়ের এখন বিয়ের কথা উঠবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে কাকে বিয়ে করবেন, অর্থাৎ সৌরভের জামাই কে হবেন, তা নিয়ে সকলের উৎসাহ মারাত্মক৷ সৌরভ গাঙ্গোপাধ্যায়ের মিষ্টি মেয়ে সানা। একেবারেই সৌরভের স্ত্রী ডোনার মতোই তিনি সমসবয় প্রচারের আড়ালেই থাকেন৷ তবে মাঝেমধ্যে বাবার সঙ্গে তাঁর খুনসুঁটির কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন সৌরভের ভক্তরা। সৌরভকে এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনিও সানার কথা বলেন অকপট৷ তারকা বাবার সঙ্গে যে মেয়ের সম্পর্ক খুব নিবিড়, তা বোঝাই যায় সৌরভের কথায়৷
advertisement

কলকাতার La Martiniere for Girls ও Loreto House School-এ পড়াশোনা করেছেন সানা। স্নাতকের পড়াশোনা করেন Oxford University London-এ। মা ডোনা গাঙ্গুলির মতোই ওডিসি নৃত্যে পারদর্শী সানা। সাত বছর বয়সে প্রথমবার মঞ্চে নৃত্য পরিবেশনা করেছিলেন সানা গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনActor Left Acting for Successful Career: অভিনয় ছেড়েই ভাগ্য ফিরেছে অভিনেতার! করছেন কোটি টাকার আয়, বিদেশে বিশাল সম্পত্তির মালিক

advertisement

১৯ বছর বয়সী সানা এখন গ্র্যাজুয়েশনের ছাত্রী। সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নন সানা। তবে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে মা ও বাবার সঙ্গে রয়েছে প্রচুর ছবি।

শপিং, সুইমিং ও ট্র্যাভেলিং-এর ব্যাপারে সানার আগ্রহ বেশি। লন্ডন সানার অন্যতম প্রিয় একটি শহর। সেখানেই থাকেন তিনি৷ আপাতত সৌরভ কন্যা সানা চারকিরতা৷ বিদেশে পড়াশুনা শেষ করে তিনি চাকরি করছেন বিদেশেও৷ ইনটার্ন হিসেবে ৫ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা বার্ষিক স্টাইপেন্ড পেতেন সানা৷ ৩০ লক্ষ টাকা বার্ষিক পে প্যাকেজে চাকরি করছেন নাকি সানা৷ অর্থাৎ তাঁর মাসিক পে প্যাকেজ হতে পারে ৩ লক্ষ টাকা৷

advertisement

আরও পড়ুনParineeti Chopra Good News: রাজনৈতিক নেতার বউ, এবার গুড নিউজ দিলেন অভিনেত্রী পরীণীতি চোপড়া!

আর পাঁচজন বাবা-র মতোই তারকা বাবা সৌরভও মেয়ের সাফল্যে গর্বিত৷ মেয়ে বড় হয়েছেন এবং চাকরিও করছেন৷ সাধারণ ভাবে মেয়ের এখন বিয়ের কথা উঠবে৷ যে রিয়ালিটি শোর সঞ্চালনা করেন সৌরভ, সেখানে প্রায়ই তাঁকে মেয়ে ও মেয়ের বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয়৷ এমনকী জামাই হলে তাঁকে কী গুগলি প্রশ্ন করবেন সৌরভ৷ সেই প্রশ্নও করেন অভিনেত্রী দেবলীনা দত্ত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সামনের লম্বা ছুটিতে ডুয়ার্স ঘুরতে যাওয়ার প্ল্যান! কোথায় পড়বে কত খরচ, জানুন
আরও দেখুন

এর উত্তরে সৌরভ বলেন সেই প্রশ্ন, যা তিনি নাকি তাঁর জামাই নির্বাচনের সময় করবেন! প্রশ্নটি হল, আমেরিকার কোন শহরে ক্রিসমাসের আগে নিউ ইয়ার পালন করা হয়? এই শুনেই উপস্থিত সকলে হাসিতে ফেটে পড়ে৷ যদিও এই প্রশ্নটি সৌরভ দেবলীনাকেই করেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: সানার বয়ফ্রেন্ড হতে গেলে কোন প্রশ্নের উত্তর দিয়ে সৌরভের মন জয় করতে হবে? খোলাখুলি বললেন বাংলার দাদা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল