কলকাতার La Martiniere for Girls ও Loreto House School-এ পড়াশোনা করেছেন সানা। স্নাতকের পড়াশোনা করেন Oxford University London-এ। মা ডোনা গাঙ্গুলির মতোই ওডিসি নৃত্যে পারদর্শী সানা। সাত বছর বয়সে প্রথমবার মঞ্চে নৃত্য পরিবেশনা করেছিলেন সানা গঙ্গোপাধ্যায়।
advertisement
১৯ বছর বয়সী সানা এখন গ্র্যাজুয়েশনের ছাত্রী। সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নন সানা। তবে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে মা ও বাবার সঙ্গে রয়েছে প্রচুর ছবি।
শপিং, সুইমিং ও ট্র্যাভেলিং-এর ব্যাপারে সানার আগ্রহ বেশি। লন্ডন সানার অন্যতম প্রিয় একটি শহর। সেখানেই থাকেন তিনি৷ আপাতত সৌরভ কন্যা সানা চারকিরতা৷ বিদেশে পড়াশুনা শেষ করে তিনি চাকরি করছেন বিদেশেও৷ ইনটার্ন হিসেবে ৫ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা বার্ষিক স্টাইপেন্ড পেতেন সানা৷ ৩০ লক্ষ টাকা বার্ষিক পে প্যাকেজে চাকরি করছেন নাকি সানা৷ অর্থাৎ তাঁর মাসিক পে প্যাকেজ হতে পারে ৩ লক্ষ টাকা৷
আরও পড়ুনParineeti Chopra Good News: রাজনৈতিক নেতার বউ, এবার গুড নিউজ দিলেন অভিনেত্রী পরীণীতি চোপড়া!
আর পাঁচজন বাবা-র মতোই তারকা বাবা সৌরভও মেয়ের সাফল্যে গর্বিত৷ মেয়ে বড় হয়েছেন এবং চাকরিও করছেন৷ সাধারণ ভাবে মেয়ের এখন বিয়ের কথা উঠবে৷ যে রিয়ালিটি শোর সঞ্চালনা করেন সৌরভ, সেখানে প্রায়ই তাঁকে মেয়ে ও মেয়ের বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয়৷ এমনকী জামাই হলে তাঁকে কী গুগলি প্রশ্ন করবেন সৌরভ৷ সেই প্রশ্নও করেন অভিনেত্রী দেবলীনা দত্ত৷
এর উত্তরে সৌরভ বলেন সেই প্রশ্ন, যা তিনি নাকি তাঁর জামাই নির্বাচনের সময় করবেন! প্রশ্নটি হল, আমেরিকার কোন শহরে ক্রিসমাসের আগে নিউ ইয়ার পালন করা হয়? এই শুনেই উপস্থিত সকলে হাসিতে ফেটে পড়ে৷ যদিও এই প্রশ্নটি সৌরভ দেবলীনাকেই করেন৷