Actor Left Acting for Successful Career: অভিনয় ছেড়েই ভাগ্য ফিরেছে অভিনেতার! করছেন কোটি টাকার আয়, বিদেশে বিশাল সম্পত্তির মালিক
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ময়ূরেশ ফের পড়াশোনায় মনোনিবেশ করেন। এর পর তিনি ফিনান্স জগতে ক্যারিয়ার গড়তে আমেরিকায় যান। অর্থাৎ তিনি পড়াশুনা করতে বিদেশে পাড়ি দেন৷
ধারাবাহিক হিসেবে রামায়ণ ছিল অত্যন্ত জনপ্রিয় ছিল৷ এই ধারাবাহিক অনেক অভিনেতাকে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে দেয়৷ যার মধ্যে অরুণ গোভিল এবং দীপিকা চিখলিয়াকে এখনও সীতা এবং শ্রী রামের মতো পুজো করা হয়!তাদের ছেলের চরিত্রে অভিনয় করা লাভ কুশকে অনেকেই ভুলে গিয়েছে৷ সেই দুই সন্তানের মধ্যে একজন অভিনেতা স্বপ্নিল যোশী এখন মারাঠি সিনেমায় চুটিয়ে কাজ করছে। অন্যদিকে ময়ূরেশ ক্ষেত্রমদে অভিনয় থেকে দূরে।
advertisement
ময়ূরেশ ক্ষেত্রমদে৷ রামায়ণে শ্রী রামের পুত্রের ভূমিকায় অভিনয় করে বিখ্যাত হয়েছিলেন৷ শুধুমাত্র একটি শো থেকেই তিনি অত্যন্ত জনপ্রিয়তা পান কিন্তু তারপরও গ্ল্যামার জগতকে বিদায় জানান তিনি। অভিনয় ছেড়ে তিনি লাভবান হন৷ এখন তিনি কোটিপতি! ধনী ব্যবসায়ী হয়ে উঠেছেন। শোবিজ ছেড়ে তিনি এখন কোটি কোটি টাকার কোম্পানির কর্ণধার।
advertisement
advertisement
advertisement
advertisement
২০১৬ সালে, তিনি কমিশন জংশনে যোগ দেন, বিশ্বের বৃহত্তম পারফরম্যান্স মার্কেটিং প্ল্যাটফর্ম। ২০১৯ সালের মধ্যে, ময়ূরেশ কোম্পানির সিইও পদে পৌঁছন। ২০২২ সালের মধ্যে, ময়ূরেশের নেতৃত্বে CJ-এর আয় প্রায় 170 মিলিয়ন ডলার বা ১৪০০কোটি টাকায় পৌঁছে যায়৷ প্রাক্তন অভিনেতা স্পাইট অ্যান্ড ডেভেলপমেন্ট নামে একটি বইও লিখেছেন এবং এখন তাঁর পরিবারের সঙ্গে নিউইয়র্কে থাকেন।