শো-তে আড্ডা চলাকালীন সৌরভকে এক প্রতিযোগি জানতে চান, এমন একটি গুন বলুন যা সচিন তেন্ডুলকর, এমএস ধোনি ও বিরাট কোহলির রয়েছে কিন্তু আপনার নেই। আর এর পাাশাপাশি এমন একটি গুণ জানতে চাওয়া হয় যা সৌরভ গঙ্গোপাধ্যায়ের রয়েছে কিন্তু সচিন-ধোনি-কোহলির নেই।
সৌরভ গঙ্গোপাধ্যায় উত্তরে বলেন, সচিনের মহত্ত্ব, বিরাটের আগ্রাসী মনোভাব এবং ধোনির শান্ত স্বভাব’-তাঁর নেই। সৌরভের উত্তর শুনে সকলেই হাততালি দেন। একইসঙ্গে দ্বিতীয় প্রশ্নের উত্তরে সৌরভ বলেন‘মানিয়ে নেওয়ার ক্ষমতা’। অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মত মানিয়ে নেওয়া ক্ষমতা অন্য কারও নেই।
advertisement
আরও পড়ুনঃ Tech News: চুরি বা হারিয়ে যাওয়া স্মার্ট ফোনের খোঁজ পাবেন ঘরে বসেই! করতে হবে এই ছোট্ট কাজ
প্রশ্নের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের উত্তরে সকলেই মন্ত্রমুগ্ধ হয়ে যান। প্রাক্তন ভারত অধিানয়াকের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। সকলেই পছন্দ করেছেন এই ভিডিও।