ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের এজিএমে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই ভারতীয় দল ও টি-২০ বিশ্বকাপ নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের ভবিষ্যৎ নিয়ে একেবারেই উগ্বিগ্ন নন সৌরভ। উল্টে ভারতকে প্রতিযোগিতার শুধু সেমিফাইনাল নয়, ফাইনালেও দেখতে পাচ্ছেন প্রাক্তন বিসিিসআই প্রেসিডেন্ট।
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,‘এপর্যন্ত ভারত একটা মাত্র ম্যাচ হেরেছে। একটা হারে কিচ্ছু যায় আসে না। ওরা ভালো দল। আমি নিশ্চিত ওরা ঘুরে দাঁড়াবে এবং সেমিফাইনালে জায়গা করে নেবে।’ এছাড়াও বলেন, ‘একবার সেমিফাইনালে উঠলে বাকিটা দু’ম্যাচের বিষয়। সেই দু'টি ম্যাচে যা কিছু ঘটতে পারে। তবে হ্যাঁ, ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে।'
advertisement
আরও পড়ুনঃ IND vs NZ: ভারতীয় ক্রিকেটে এবার ‘বড়’ বদলের ইঙ্গিত, আর বোধহয় টি টোয়েন্টি খেলা হবে না দুই তারকার
প্রসঙ্গত, বুধবার টি-২০ বিশ্বকাপে চতুর্থ ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। প্রতিপক্ষ বাংলাদেশ। ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কিছুটা চিন্তায় রেখেছে ভারতীয় দলকে। তবে খেলা হলে ম্যাচ জিতে সেমি ফাইনালের পথে আরও এক পা এগোবে টিম ইন্ডিয়া।