সেবার তখন রাত ১১:১৫, ট্রেনে উঠে সৌরভের যা তিক্ত অভিজ্ঞতা হয়, তা ছিল খুবই খারাপ। তার পর ৮ বছর বাদে আজ আবার ট্রেনে চাপলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ সকালে বন্দে ভারতে দেখা গেল সৌরভকে।
ট্রেন সফরে বাংলার মহারাজ। ভারতীয় রেলে যাত্রা করলেন সৌরভ। দীর্ঘ আট বছর পর ফের ট্রেনে চড়লেন দাদা। বৃহস্পতিবার সকাল ৫:৫০ -এ বন্দে ভারত এক্সপ্রেস ধরে মালদহে গেন সৌরভ। সেখানে একটি খেলার অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
advertisement
আরও পড়ুন- ‘বদলা চাই’, ফুঁসছে দেশ! সৌরভের এরই মধ্যে এবার বড়সড় ‘দাবি’, সরকার কি শুনবে?
আজ আবার সন্ধের বন্দে ভারত এক্সপ্রেস চেপেই কলকাতায় ফিরে আসবেন তিনি। আট বছর আগে বালুরঘাট যাওয়ার জন্য শিয়ালদহ থেকে ট্রেন চড়েছিলেন সৌরভ। নিজের সেবার বিড়ম্বনার শিকার হতে হয় দাদাকে। শিয়ালদহ স্টেশনে ওই সময় সৌরভের জন্য সংরক্ষিত আসনে অন্য একজন ব্যক্তি বসেছিলেন। অনেক বলার পরেও সে ব্যক্তি না ওঠায় সমস্যা তৈরি হয়েছিল।
সেবার সৌরভকে রীতিমতো ট্রেন থেকে বেরিয়ে রিজার্ভেশন তালিকায় চোখ রাখতেও দেখা যায়। সেই সময় আট বছর আগে সৌরভকে স্টেশনে আচমকা দেখতে পেয়ে বিরাট ভিড় জমে যায়। সেবার লুরঘাটে নিজের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে যাওয়ার সময়ে ট্রেনে উঠেছিলেন সৌরভ। এবার তিনি ট্রেনে উঠলেন সিএবি কর্মকর্তাদের সঙ্গে৷
আরও পড়ুন- শোকস্তব্ধ ক্রীড়ামহল,কোহলি -তেন্ডুলকর মৃতদের আত্মার শান্তি কামনা,দাবি তুললেন জাস্টিসের
গত আট বছরে ট্রেন সফর করেননি মহারাজ। সৌরভের সঙ্গে ১৭-১৮ জন সিএবি কর্তারা ছিলেন। খেলোয়াড় জীবনে বাংলার হয়ে খেলার সময় অনেক সময় ট্রেনে করে যাতায়াত করতেন সৌরভ। তবে ভারতীয় দলের খেলা কিংবা বিসিসিআই সভাপতি থাকাকালীন সফর করেছেন বিমানে। সৌরভকে আর ট্রেনে দেখা যায়নি।