সাক্ষাৎকার চলাকালীন স্বাভাবিকভাবেই ওঠে ২০২৬ বিধানসভা নির্বাচন প্রসঙ্গ। আর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে দর্শক আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উড়ে আসে প্রশ্নরুপি গুগলি। যা ছিল প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে। জানতে চাওয়া হয় ২০২৬ নির্বাচনে সৌরভ গঙ্গোপাধ্যায় কি সকলকে ক্লিন বোল্ড করে দেবেন?
এই প্রশ্ন আসতেই জল্পনা শুরু হয়ে যায় অবশেষে কি রাজনীতির ময়দানে আসছেন সৌরভ? আগামী বিধাসভা নির্বাচনে কী ভোটে দাঁড়াচ্ছেন দাদা? এই প্রশ্ন বাণের উত্তর নিজে না দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে ঠেলে দেন মমতা বন্দ্যোপাধ্যা। আর ২২ গজের মতই নিজের স্বমেজাজে প্রশ্নের গুগলিকে সোজা ‘বাপি বাড়ি যা’ ছক্কার মতই উত্তর দেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
আরও পড়ুনঃ KKR News: আইপিএল ২০২৫-এ সম্পূর্ণ নতুন ওপোনিং জুটি নামাবে কেকেআর! মহাচমক দেবে নাইটরা!
মাইক নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”আমি আপনার প্রশ্ন সঠিকভাবে বুঝতে পারলাম না। তবে রাজনীতি আমার কাজ নয়। রাজনীতি যারা ভাল পারেন তাদেরই করা উচিত। আমি খেলার মাঠেক লোক। বরঞ্চ আমাকে প্রশ্ন করেন আমি ফের কবে মাঠে ফিরবে?” এই উত্তরের মাধ্যমেই সৌরভ সাফ বুঝিয়ে দেন এখনও রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা তাঁর নেই।