ইডেন থেকে বেরিয়ে সাংবাদিকদের সৌরভ জানিয়ে দেন, বর্তমানে দেশের সেরা পেস বিভাগ বাংলার। বলেন, ‘‘আকাশ আছে, শামি আছে। সূরজ ভাল বল করছে। মুকেশ ফিট হলে ও দলে ঢুকবে। দেশের অন্যতম সেরা পেস বিভাগ।’’
মহম্মদ শামি বাংলা দলে যোগ দেবেন মঙ্গলবার। তাঁকে পেলে বাংলার যে অনেকটাই সুবিধা হবে তা বললেন সৌরভ। তাঁর কথায়, ‘‘খুবই ভাল বিষয়। শামি দেশের অন্যতম সেরা পেসার। আশা করি, ভাল খেলবে।’’ মরশুমের শুরুতেই দু’টি ঘরের মাঠে ম্যাচ পেয়েছে বাংলা। ১৫ অক্টোবর প্রতিপক্ষ উত্তরাখণ্ড। ২৫ অক্টোবর থেকে গুজরাতের বিরুদ্ধে খেলবেন ঈশ্বরনরা।
advertisement
আরও পড়ুন- রাজুদার পকেট পরোটা খাবেন মেসি! কলকাতায় এসে ‘আনলিমিটেড তরকারি’ চেখে দেখবেন
আকাশ দীপের সঙ্গে সৌরভ।
সৌরভ মনে করছেন, ‘হোম ম্যাচ’ দিয়ে মরশুম শুরু করা ভাল। কিন্তু দলকেও তো জিততে হবে। তাঁর কথায়, ‘‘প্রতিপক্ষ যে কোনও দল হোক না কেন, এটা ক্রিকেট। ভাল খেলেই জিততে হবে।’’ ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ নিয়েও এ দিন কথা বললেন সৌরভ। ফলো-অনে ওয়েস্ট ইন্ডিজ়কে ব্যাট করতে পাঠানোর পরে তাঁরা পাল্টা লড়াই করেছে। শতরান করেছেন জন ক্যাম্পবেল। ফলে ফলো-অনে বিপক্ষকে ব্যাট করানোর সিদ্ধান্ত কি সঠিক হল? সৌরভের উত্তর, ‘‘একদম ঠিক আছে। টেস্টের এখনও একটা দিন বাকি। ভারত অবশ্যই জিতবে।’’