কলকাতা : দুর্গাপূজোর আর তো মাত্র কয়েকদিন বাকি। আপনার পুজোর শপিং হয়ে গেছে? যদি না হয়ে থাকে তা হলে আর কয়েকদিন অপেক্ষা করে যান। কারণ পুজোর আগেই বিরাট চমক দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পুজোয় আসছে দাদা-র নতুন জামাকাপড়ের ব্র্যান্ড। পুজোর আগেই দাদার এবার অন্য মাঠে দাদাগিরি।
ক্রিস্টিয়ানো রোনাল্ডো থেকে বিরাট কোহলিদের মতো এবার নিজের ব্র্যান্ড নিয়ে আসছেন সৌরভ। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক নিজের জামাকাপড়ের এক্সক্লুসিভ ব্র্যান্ড লঞ্চ করতে চলেছেন আগামীকাল। ১৫ সেপ্টেম্বর কলকাতার বুকে রাম্প ওয়াকে প্রথমবার হাঁটবেন সৌরভ। এর আগে বলিউড স্টার হৃত্বিক রোশনের সঙ্গে রাম্পে হেঁটেছিলেন সৌরভ। সে অনেক বছর আগের কথা। ভারতীয় দলের তৎকালীন স্পনসরের এক অনুষ্ঠানে দেখা গিয়েছিল সৌরভকে রাম্পে হাঁটতে।
advertisement
সোমবার নিজের ব্র্যান্ড লঞ্চ করবেন মহারাজ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজের ব্র্যান্ডিং-এর মাধ্যমে বাজারে নিয়ে আসছে জামা, প্যান্ট, টি-শার্ট পাঞ্জাবি-সহ নানা পোশাক। শুধুমাত্র ছেলেদের জন্য থাকবে সৌরভের ব্র্যান্ডের পোশাক। ইতিমধ্যেই সৌরভের এই চমকের নাম ঠিক হয়ে গেছে বলে খবর।
সৌরভের নামের সঙ্গে মিলিয়েই নতুন ব্র্যান্ডিংয়ের নামকরণ করা হয়েছে। ক্লথ অ্যাথনিক সামগ্রী বিক্রি হবে এখানে। ব্র্যান্ডের নাম সৌরাগ্য। এই খবর পড়া পর্যন্ত সৌরভ ভক্তরা নিশ্চয়ই ভাবছেন, পুজোয় তা হলে প্রিয় দাদার ব্র্যান্ডের জামাকাপড় কিনতেই হবে। কিন্তু পাবেন কোথায়? সৌরভের এই ব্র্যান্ড অনলাইনে একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে।
আরও পড়ুন- আজ কোথায় দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? যাঁদের Sony LIV নেই, তাঁরা কীভাবে ফ্রি-তে দেখবেন?
ইতিমধ্যেই ৪৪ টি ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন মহারাজ। ক্রিকেট ছাড়ার এত বছর পরও সৌরভের জনপ্রিয়তা এতটুকু কমেনি। উল্টে বাংলার মহারাজ নিজেকে বিভিন্ন জায়গায় প্রমাণ করেছেন। সিএবি, বিসিসিআই সভাপতি থেকে আইপিএলে মেন্টর। সব জায়গাতেই সফল দাদা। এবার ব্যবসায়ী সৌরভের পরীক্ষা।