শনিবার মায়ের জন্মদিন পালন করতে হাসপাতালের কেবিনে আয়োজন করেন সৌরভ। মাকে কেক খাওয়ালেন নিজে হাতে। প্রত্যেক বছর মায়ের জন্মদিন পালন করা হয় বাড়িতেই। তবে পয়লা ফেব্রুয়ারি থেকে সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায় হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন- অ্যান্ডারসনকে ছয়ের হ্যাটট্রিক, আগামীর মহাতারকা তিনিই! বুঝিয়ে দিলেন যশস্বী
সৌরভের মায়ের অ্যাঞ্জিওগ্রাম হয়েছিল। অ্যাঞ্জিওপ্লাস্ট হবে কি না তা নিয়ে দ্বন্দ্ব ছিল। কারণ বয়স একটা ফ্যাক্টর। নিরূপা দেবীর বয়স ৭৫ বছর। তবে আজ রবিবার ১৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন নিরূপা দেবী। যদিও তাঁকে হয়তো আবার সাতদিন পরই হাসপাতালে ভর্তি হতে হবে আবার।
advertisement
হার্টে দুটো ব্লকেজ রয়েছে নিরূপা দেবীর। স্টেন্ট বসবে। মায়ের জন্মদিনে ছেলে সৌরভকে সে কথা জানান চিকিৎসকরা। সৌরভের মায়ের হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই বেড়েছে। ক্রিয়েটিনিন নিয়ন্ত্রণে। ১লা ফেব্রুয়ারি তিনি ভর্তি হন হাসপাতালে। দীর্ঘদিন ভর্তি ছিলেন সেখানে।
আরও পড়ুন- বাবার ‘এই’ কাজ মোটেই পছন্দ নয় সানার,লজ্জাতেও পড়ে সৌরভ কন্যা,নিজেই জানালেন দাদা
জানা গিয়েছে, আবার দিন সাতেকের মধ্যে তাঁকে হাসপাতালে ভর্তি করা হবে। তার পর স্টেন্ট বসবে।