TRENDING:

১৭ দিন পর সৌরভের আজ 'খুশির সকাল', তবে ৭ দিন পর থেকে আবার চিন্তা বাড়বে!

Last Updated:

Sourav Ganguly mother: ১৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা দেবী। তবে দিন সাতেক বাদে তাঁকে হয়তো আবার হাসপাতালে ভর্তি হতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের জন্মদিন ছিল গতকাল। মায়ের স্বাস্থ্য নিয়ে গতকালই বড় খবর পেয়েছিলেন সৌরভ। হাসপাতালের কেবিনে নিরূপা দেবীর জন্মদিন পালিত হয় শনিবার। সব আয়োজন করেছিলেন সৌরভ নিজেই। কেক কাটেন নিরূপা দেবী।
সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ গঙ্গোপাধ্যায়
advertisement

শনিবার মায়ের জন্মদিন পালন করতে হাসপাতালের কেবিনে আয়োজন করেন সৌরভ। মাকে কেক খাওয়ালেন নিজে হাতে। প্রত্যেক বছর মায়ের জন্মদিন পালন করা হয় বাড়িতেই। তবে পয়লা ফেব্রুয়ারি থেকে সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায় হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন- অ্যান্ডারসনকে ছয়ের হ্যাটট্রিক, আগামীর মহাতারকা তিনিই! বুঝিয়ে দিলেন যশস্বী

সৌরভের মায়ের অ্যাঞ্জিওগ্রাম হয়েছিল। অ্যাঞ্জিওপ্লাস্ট হবে কি না তা নিয়ে দ্বন্দ্ব ছিল। কারণ বয়স একটা ফ্যাক্টর। নিরূপা দেবীর বয়স ৭৫ বছর। তবে আজ রবিবার ১৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন নিরূপা দেবী। যদিও তাঁকে হয়তো আবার সাতদিন পরই হাসপাতালে ভর্তি হতে হবে আবার।

advertisement

হার্টে দুটো ব্লকেজ রয়েছে নিরূপা দেবীর। স্টেন্ট বসবে। মায়ের জন্মদিনে ছেলে সৌরভকে সে কথা জানান চিকিৎসকরা। সৌরভের মায়ের হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই বেড়েছে। ক্রিয়েটিনিন নিয়ন্ত্রণে। ১লা ফেব্রুয়ারি তিনি ভর্তি হন হাসপাতালে। দীর্ঘদিন ভর্তি ছিলেন সেখানে।

আরও পড়ুন- বাবার ‘এই’ কাজ মোটেই পছন্দ নয় সানার,লজ্জাতেও পড়ে সৌরভ কন্যা,নিজেই জানালেন দাদা

advertisement

জানা গিয়েছে, আবার দিন সাতেকের মধ্যে তাঁকে হাসপাতালে ভর্তি করা হবে। তার পর স্টেন্ট বসবে।

বাংলা খবর/ খবর/খেলা/
১৭ দিন পর সৌরভের আজ 'খুশির সকাল', তবে ৭ দিন পর থেকে আবার চিন্তা বাড়বে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল