নিজের আন্তর্জাতিক ক্রিকেট জীবনের তিরিশ বছর পূর্তিতে এ দিন ট্যুইটারে এই পোস্ট করেন সৌরভ৷ অতীতে অবশ্য সৌরভ নিজেই বার বার বলেছেন, রাজনীতিতে তাঁর আগ্রহ নেই৷ তা সত্ত্বেও রাজ্যসভা নির্বাচনের ঠিক আগে সৌরভের এই পোস্টে তাঁর রাজনীতিতে যোগ নিয়েই নতুন করে জল্পনা ছড়িয়েছে৷
advertisement
ট্যুইটারে সৌরভ লিখেছেন, '১৯৯২ সালে আমার ক্রিকেট জীবন শুরু করার পরে ২০২২ সালে আমার ক্রিকেট জীবনের ৩০ বছর পূর্তি হল৷ ক্রিকেট থেকে আমি অনেক কিছু পেয়েছি৷ সব থেকে গুরুত্বপূর্ণ, আপনাদের সবার সমর্থন পেয়েছি৷ আজ এই জায়গায় পৌঁছতে যাঁরা আমাকে যাঁরা সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই৷ আজ আমি এমন কিছু করতে চলেছি যা অনেক মানুষের উপকারে লাগবে৷ আমি আশা করি জীবনের এই নতুন যাত্রাপথে আপনাদের সমর্থন পেতে থাকব৷ '
আরও পড়ুন: ফুল দিয়ে বরণ সৌরভের, নিজের হাতে খাওয়ালেন ডোনা, বাঙালি মেনুতে মিটল শাহি সাক্ষাৎ
সৌরভের রাজনীতিতে আসা নিয়ে জল্পনা নতুন নয়৷ কিন্তু সৌরভ নিজে কখনওই এ বিষয়ে আগ্রহ দেখাননি৷ আবার তিনি বিসিসিআই প্রেসিডেন্ট পদ ছেড়েছেন বা ছেড়ে দিচ্ছেন. এমন কোনও খবর নেই৷
বিধানসভা নির্বাচনের আগে সৌরভের বিজেপি-তে যোগদান নিয়ে জোরদার আলোচনা শুরু হয়৷ আবার কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বাড়িতে যাওয়ায় ফের সেই জল্পনা শুরু হয়৷
দীর্ঘদিন ধরেই সৌরভ নিজের স্কুল শুরুর প্রকল্প নিয়ে কাজ করছেন, এই ট্যুইটের মাধ্যমে সৌরভ নিজের স্বপ্নের সেই স্কুল শুরু করারই ইঙ্গিত দিলেন, এমনটা মনে করছেন তাঁর ঘনিষ্ঠ মহলের কেউ কেউ৷ তবে সৌরভকে ফোন করা হলেও তাঁর প্রতিক্রিয়া মেলেনি৷ ফলে আপাতত দাদার ধোঁয়াশা ভরা এই ট্যুইট নিয়েই গোটা বঙ্গ তো বটেই, দেশ জুড়েই হইচই পড়ে গিয়েছে৷ সম্ভবত সৌরভ নিজেই এই রহস্য ভেদ করবেন৷