বিসিসিআই প্রেসিডেন্ট মনে করেন মাঝে যেটুকু সময় পাবে বাংলাদেশ তাতেই দল গুছিয়ে নেবে বিশ্বকাপের জন্য। সাকিব ছাড়াও আফিফ হোসেন, তাসকিন, মেহেদী হাসান মিরাজ যথেষ্ট দক্ষ খেলোয়াড়। এশিয়া কাপ ফাইনালে দুবাইয়ের মাঠে বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমকে সৌরভ জানিয়েছেন এ কথা। ভারতীয় বোর্ডের তরফ থেকে বাংলাদেশকে আগেও যেমন সাহায্য করা হত, ভবিষ্যতেও তেমন করা হবে নিশ্চিত করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট।
advertisement
আরও পড়ুন - ভারতকে একাই বিশ্বকাপ দিতে পারে হার্দিক! বিরাট সার্টিফিকেট দিলেন গাভাসকার
সৌরভ মনে করেন এশিয়া কাপের ভুল থেকে শিক্ষা নিলে অস্ট্রেলিয়ার মাটিতে অনেক হিসেব বদলে দেওয়ার ক্ষমতা রাখে টাইগাররা। শুধু নিজেদের গেম প্ল্যান এবং মানসিকতা ঠিক রাখতে হবে। শ্রীরাম, সিডন্স এবং বাকি কোচিং স্টাফরা ভাল কাজ করছেন বাংলাদেশের জন্য। পাওয়ার হিটিং টি টোয়েন্টিতে বাংলাদেশের চিরকালের সমস্যা।
কিন্তু এই জায়গায় অল্প হলেও উন্নতি হয়েছে এখন। মুশফিকুর রহিম টি টোয়েন্টিতে থেকে অবসর নিয়েছেন। সৌরভ মনে করেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান বড় ভূমিকা পালন করতে চলেছেন অস্ট্রেলিয়াতে। পাশাপাশি মিরাজ এবং মোসাদ্দেক লড়াকু ক্রিকেটার।
সাকিবের অভিজ্ঞতা দলটার সম্পদ। বাংলাদেশ সাহসী ক্রিকেট খেলতে পারলে নকআউট পর্যন্ত পৌঁছানো অসম্ভব নয়। পাশাপাশি এশিয়া কাপে ব্যর্থ হলেও ভারতীয় দলও যে বিশ্বকাপে নিজেদের সেরা ছন্দ তুলে ধরবে নিশ্চিত মহারাজ। আগামী দু এক দিনের ভেতরেই বিশ্বকাপের দল ঘোষণা করে দেবে ভারত।