সৌরভের বায়োপিক তৈরির স্ক্রিপ্ট লেখার কাজ এখনো সম্পন্ন হয়নি। সৌরভের থেকে তাঁর জীবনের গল্পগুলো শোনার পর স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়েছিল গত বছরই। প্রাথমিক সেই কাজ অনেকটাই শেষ হয়েছে বলে খবর। তবে পুরো স্ক্রিপ্ট সৌরভ এখনো শোনেননি। তাই সেটা শুনতেই মুম্বই পাড়ি দিচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রোডাকশন হাউজের সঙ্গে বায়োপিকের চিত্রনাট্য নিয়ে আলোচনা করতে সোমবার সন্ধের বিমানে মুম্বই উড়ে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের সঙ্গী বন্ধু সঞ্জয় দাস।
advertisement
সৌরভের বায়োপিক তৈরি হবার ব্যাপারে বন্ধু সঞ্জয় দাসের ভূমিকা অনেকটাই রয়েছে। স্ক্রিপ্ট নির্মাতারা সৌরভের সঙ্গে কথা বলার পাশাপাশি সঞ্জয় দাসের সঙ্গেও কথা বলেছেন। সূত্রের খবর, ক্রিকেটার সৌরভের পাশাপাশি প্রশাসক সৌরভের কথাও থাকবে বায়োপিকে। সৌরভের ছোটবেলা থেকে শুরু করে বিসিসিআই সভাপতি হওয়া পর্যন্ত স্ক্রিপটে রাখা থাকছে। নিজের বাযয়োপিকের কাজের জন্য আগামী দু দিন মুম্বইতেই থাকবেন সৌরভ।
তবে সৌরভের ভূমিকায় বড় পর্দায় বলিউডের কোন সুপারস্টারকে দেখা যাবে তা এখনো চূড়ান্ত হয়নি বলেই খবর। মুম্বইয়ের আলোচনায় স্ক্রিপ্ট চূড়ান্ত করার পাশাপাশি সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন সেই নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। সৌরভের বায়োপিক চূড়ান্ত হওয়ার দিনে শোনা গিয়েছিল রণবীর কাপুর সৌরভের ভূমিকায় অভিনয় করতে পারেন। লভ প্রোডাকশনের সঙ্গে রণবীরের সম্পর্ক ভালো বলেই খবর।
আরও পড়ুনঃ পন্থের দ্রুত সুস্থতা কামনা, মহাকাল মন্দিরে পুজো দিলেন ভারতীয় ক্রিকেটাররা
সোমবারই প্রোডাকশনের তরফ থেকে রণবীর কাপুরের নতুন সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। সূত্রের খবর, রণবীরকেই এপ্রোচ করা হচ্ছে সৌরভের বায়োপিকের জন্য। এখন দেখার শেষ পর্যন্ত সৌরভের বায়োপিকে মুখ্য ভূমিকায়কে চূড়ান্ত হয়। সরস্বতী পূজোর আগে বুধবার রাতে শহরে ফিরে আসবেন সৌরভ। ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের সরস্বতী পূজোয় সৌরভ থাকবেন।