TRENDING:

Sourav Ganguly: `সৌরভ না থাকলে ধোনি হত না'! দাদার জন্মদিনে বিশেষ শ্রদ্ধার্ঘ্য বীরুর

Last Updated:

বীরু মনে করেন সৌরভের জায়গায় অন্য কোনও অধিনায়ক থাকলে সে হয়তো চট করে নিজের জায়গা ছেড়ে দিত না ধোনিকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: সৌরভ গঙ্গোপাধ্যায় না থাকলে হয়তো মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় ক্রিকেট খুঁজে পেত না। এই কথা আগেও বলেছেন বীরেন্দ্র সেহওয়াগ। সৌরভ না থাকলে হয়তো চাপা পড়ে থাকতেন মাহি। সৌরভ যদি নিজের তিন নম্বর জায়গা ছেড়ে না দিতেন তাহলে ব্যাট হাতে ধোনি কি করতে পারেন সেটা হয়তো দেখতে পেতেন না অনেকেই। আর কেউ স্বীকার করুন না করুন স্বীকার করেন বীরেন্দ্র সেহওয়াগ। আজ সৌরভের ৫১ তম জন্মদিন।
সৌরভ না থাকলে ধোনি হত না! দাদার জন্মদিনে বীরুর শ্রদ্ধার্ঘ্য
সৌরভ না থাকলে ধোনি হত না! দাদার জন্মদিনে বীরুর শ্রদ্ধার্ঘ্য
advertisement

জীবনের ইনিংসে দাদা এগিয়ে চলেছেন তার সুন্দর কভার ড্রাইভের মত। বিসিসিআই এবং আরও অনেক ক্রিকেটার শুভেচ্ছা জানিয়েছেন। যুবরাজ সিং থেকে শুরু করে ইরফান পাঠান প্রত্যেকেই তাদের প্রিয় দাদাকে শ্রদ্ধা জানিয়েছেন। বীরু মনে করেন সৌরভের জায়গায় অন্য কোনও অধিনায়ক থাকলে সে হয়তো চট করে নিজের জায়গা ছেড়ে দিত না ধোনিকে।

বিশ্ব ক্রিকেট মাহির ধামাকা দেখতে পেয়েছে ঠিক কথা। পাকিস্তানের সামনে ১৪৮ এবং শ্রীলংকার বিরুদ্ধে ১৮৩ ভোলা সম্ভব নয় ধোনির। কিন্তু এর নেপথ্যে নায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু বীরু নয়, এর আগে হরভজন সিং স্বীকার করেছেন সৌরভ না থাকলে তাদের দলে জায়গা হত না। সৌরভ ছিলেন বলেই আজ তারা তারকা হতে পেরেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পেরেছেন। এমন একজন অধিনায়ক যার জন্য ক্রিকেটাররা সবকিছু করতে রাজি ছিল। এমন একজন অধিনায়ক যে নিজের জায়গা কঠিন করেও দলের ক্রিকেটারদের জন্য লড়াই করত বোর্ডের কর্তাদের সঙ্গে। আজ সৌরভের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। সৌরভের সুস্থ শরীর এবং মঙ্গল কামনা জানিয়েছেন তিনি। তাড়াতাড়ি সৌরভের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন জয়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: `সৌরভ না থাকলে ধোনি হত না'! দাদার জন্মদিনে বিশেষ শ্রদ্ধার্ঘ্য বীরুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল