বিমানবন্দরে নিউজ18 বাংলার প্রতিনিধি ঈরণ রায় বর্মনের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, ‘‘মুম্বইতে যাচ্ছি বেশ কয়েকটি কাজ নিয়ে। তার মধ্যে বায়োপিকের চিত্রনাট্য সংক্রান্ত আলোচনা রয়েছে।’’ সৌরভের কাছে জানতে চাওয়া হয় স্ক্রিপ্ট লেখার কাজ কতদূর সম্পূর্ণ হল ? প্রাক্তন ভারত অধিনায়ক স্পষ্ট বলেন, ‘‘বায়োপিকের স্ক্রিপ্ট লেখার কাজ প্রায় সম্পন্ন।’’ এরপরেই সৌরভ এক্সক্লুসিভ তথ্য দেন নিজেই। মহারাজ বলেন, ‘‘আসলে আমার বায়োপিকের চিত্রনাট্য আমি নিজেই লিখছি। লভ প্রোডাকশন হাউজের সঙ্গে চিত্রনাট্য নিয়েই কথা হবে। মাঝে বেশ কয়েক মাস বায়োপিক তৈরি কাজ সেভাবে এগোইনি। আসলে প্রোডাকশন হাউস এবং আমার নিজের ব্যস্ততার কারণে কাজে বেশি গতি আসেনি। তবে এবার দ্রুত কাজ হবে।’’
advertisement
সৌরভকে ফের জানতে চাওয়া হয় সিনেমার পর্দায় কে সৌরভের ভূমিকায় অভিনয় করছেন? মহারাজ বলেন, ‘‘সেই সব নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। বৈঠকের পর আশা করি বুঝতে পারব।’’ কবে মুক্তি পাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক? এই প্রশ্নের উত্তরেও মহারাজ বলেন, ‘‘এখনই এসব কিছুই চূড়ান্ত হয়নি। স্ক্রিপ্ট লেখার কাজ প্রায় শেষ হয়েছে। এবার পরবর্তী কাজ শুরু হবে।’’
আরও পড়ুনঃ সাত পাকে বাঁধা পড়লেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি, আনুষ্ঠানিক ঘোষণা সুনীল শেট্টির
তবে সৌরভ নিজে কিছু না বললেও সূত্রের খবর, রণবীর কাপুরকে নিয়ে ভাবনা-চিন্তা করছে প্রযোজক সংস্থা। সৌরভের নিজের পছন্দও রণবীর। তবে তার সঙ্গে কোন কিছুই চূড়ান্ত হয়নি। আরও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। সোমবার সন্ধ্যার বিমানে বন্ধু সঞ্জয় দাসকে সঙ্গে নিয়ে প্রোডাকশন হাউজের সঙ্গে বৈঠক করতে মুম্বই গেলেন সৌরভ। বুধবার রাতে কলকাতায় ফিরবেন।