আসছে দাদাগিরির হোলি স্পেশাল এপিসোড। সেই হোলি স্পেশাল এপিসোডের আগাম ঝলকে জানা গেল, মহারাজ কার গলায় গান শুনতে পছন্দ করেন!
আগামী শনি ও রবিবার সেই এপিসোড দেখা যাবে। সেটা হবে হোলি স্পেশাল এপিসোড। সেখানে থাকবেন একের পর এক সেলেব্রিটি। অনেকেই হয়তো জানেন, গায়িকা ইমনের গলায় গান শুনতে খুবই পছন্দ করেন সৌরভ। তবে আরও একজন গায়ক আছেন, যাঁর সুরে মজেছেন সৌরভ।
advertisement
আরও পড়ুন- KKR News: নতুন মরশুম শুরুর আগেই চমক দিল কেকেআর, সামনে এল নাইটদের নতুন ‘রণসজ্জা’
হোলি স্পেশাল এপিসোডে এবার ইমন, অনীক ধর, অন্বেষা, রাজনন্দিনী পালদের দেখা যাবে। সেখানেই জানা গেল, আরও একজন গায়ককে খুবই পছন্দ করেন দাদা। তাঁর নাম অনীক ধর। সৌরভ তো অনীককে প্রকাশ্যে বলেই দিলেন, অনীক তোকে আমার এত ভাল লাগে!
অনীক ও ইমনকে সেই এপিসোডে রং বরসে গানটি পারফর্ম করতে দেখা যাবে। ‘খেলব হোলি রং দেব না’ গানটি করেন অন্বেষা। আর সেই গানটিতে দাদাকেও ঠোঁট নাড়াতে দেখা যায়।
আরও পড়ুন- ক্রিকেট ছাড়া খেলেছেন আরও একটি ভিন্ন বিশ্বকাপে, বলুন তো কোন ভারতীয় ক্রিকেটার
দাদাগিরি এমনিতেই সুপারহিট শো। তার উপর একের পর এক সেলেব্রিটিদের উপস্থিতি বারবার এই শো-কে আলাদা মাত্রা দিয়েছে। তার উপর সৌরভের সঞ্চালনাও অসাধারণ। সব মিলিয়ে সপ্তাহান্তে বাঙালির সেরা মনোরঞ্জনের ঠেক দাদাগিরি আনলিমিটেড।
সৌরভ একবার বলেছিলেন, সঞ্চালনার সময় এত কথা তিনি কী করে বলেন, তা নিজেও জানেন না। আসলে সৌরভ বিভিন্ন রকম কথায় প্রতিযোগীদের মাতিয়ে রাখেন।