KKR News: নতুন মরশুম শুরুর আগেই চমক দিল কেকেআর, সামনে এল নাইটদের নতুন 'রণসজ্জা'

Last Updated:
KKR Kolkata Knight Riders Unveiled Their New Jersey Ahead Of IPL 2024: নতুন মরশুমে নতু জার্সিতে দেখা যাবে কেকেআরকে সেই খবর আগেই পাওয়া গিয়েছিল। অবশেষে সামনে এল নাইটদের নতুন 'রণসজ্জা'।
1/10
২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। ২৩ তারিখ থেকে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ কেকেআরের।  (Photo Courtesy- KKR X)
২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। ২৩ তারিখ থেকে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ কেকেআরের। (Photo Courtesy- KKR X)
advertisement
2/10
নতুন মরশুমে নতু জার্সিতে দেখা যাবে কেকেআরকে সেই খবর আগেই পাওয়া গিয়েছিল। অবশেষে সামনে এল নাইটদের নতুন 'রণসজ্জা'।  (Photo Courtesy- KKR X)
নতুন মরশুমে নতু জার্সিতে দেখা যাবে কেকেআরকে সেই খবর আগেই পাওয়া গিয়েছিল। অবশেষে সামনে এল নাইটদের নতুন 'রণসজ্জা'। (Photo Courtesy- KKR X)
advertisement
3/10
সোমবার জমকালো  অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ পেল কেকেআরের নতুন জার্সি। অনুষ্ঠানে নাইট কর্তা, প্লেয়ার থেকে শুরু করে উপস্থিত ছিলেন ফ্যানেরা।  (Photo Courtesy- KKR X)
সোমবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ পেল কেকেআরের নতুন জার্সি। অনুষ্ঠানে নাইট কর্তা, প্লেয়ার থেকে শুরু করে উপস্থিত ছিলেন ফ্যানেরা। (Photo Courtesy- KKR X)
advertisement
4/10
কেকেআরের নতুন জার্সি এককথায় অনবদ্য। জার্সি প্রকাশের অনুষ্ঠানে বিশেষ পারফরম্যান্স করেন বিখ্যাত সঙ্গীতশিল্পী  উষা উত্থুপ। -   (Photo Courtesy- KKR X)
কেকেআরের নতুন জার্সি এককথায় অনবদ্য। জার্সি প্রকাশের অনুষ্ঠানে বিশেষ পারফরম্যান্স করেন বিখ্যাত সঙ্গীতশিল্পী উষা উত্থুপ। - (Photo Courtesy- KKR X)
advertisement
5/10
জার্সি প্রকাশের অনুষ্ঠানে বিন্দায় মুডে ধরা দেন কেকেআর প্লেয়াররা। নতুন জার্সি পরে নান পোজে তারা ছবি তোলেন।   (Photo Courtesy- KKR X)
জার্সি প্রকাশের অনুষ্ঠানে বিন্দায় মুডে ধরা দেন কেকেআর প্লেয়াররা। নতুন জার্সি পরে নান পোজে তারা ছবি তোলেন। (Photo Courtesy- KKR X)
advertisement
6/10
অনুষ্ঠানে উপস্থিত ছিলে এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর গৌতম গম্ভীর। তাঁকে পাওয়া যায় খোশ মেজাজে।    (Photo Courtesy- KKR X)
অনুষ্ঠানে উপস্থিত ছিলে এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর গৌতম গম্ভীর। তাঁকে পাওয়া যায় খোশ মেজাজে। (Photo Courtesy- KKR X)
advertisement
7/10
প্রসঙ্গত, ১৫ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে কেকেআরের প্রস্তুতি শিবির। তার আগে মুম্বইতে কেকেআর ক্যাম্পে দেশীয় ক্রিকেটারদের নিয়ে হয়েছিল ক্যাম্প।   (Photo Courtesy- KKR X)
প্রসঙ্গত, ১৫ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে কেকেআরের প্রস্তুতি শিবির। তার আগে মুম্বইতে কেকেআর ক্যাম্পে দেশীয় ক্রিকেটারদের নিয়ে হয়েছিল ক্যাম্প। (Photo Courtesy- KKR X)
advertisement
8/10
ইডেনে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পে একে-একে যোগ দেন দেশি-বিদেশী ক্রিকেটাররা। ইতিমধ্যেই নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে কেকেআর।   (Photo Courtesy- KKR X)
ইডেনে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পে একে-একে যোগ দেন দেশি-বিদেশী ক্রিকেটাররা। ইতিমধ্যেই নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে কেকেআর। (Photo Courtesy- KKR X)
advertisement
9/10
২০১৪ সালে শেষবার আইপিএল জিতেছিল কেকেআর। সেবার অধিনায়ক ছিলেন গম্ভীর। ২০১২ সালেও নাইটদের ট্রফি দিয়েছেন তিনি। এবার তার মেন্টরশিপে ফের কেকেআরের ঘরের ট্রফি আসে কিনা সেটাই দেখার।    (Photo Courtesy- KKR X)
২০১৪ সালে শেষবার আইপিএল জিতেছিল কেকেআর। সেবার অধিনায়ক ছিলেন গম্ভীর। ২০১২ সালেও নাইটদের ট্রফি দিয়েছেন তিনি। এবার তার মেন্টরশিপে ফের কেকেআরের ঘরের ট্রফি আসে কিনা সেটাই দেখার। (Photo Courtesy- KKR X)
advertisement
10/10
নতুন মরশুম শুরুর আগে কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি দেখে খুশি ফ্যানেরা। এবার প্রিয় তারকাদের মাঠে জ্বলে ওঠা দেখার অপেক্ষা।    (Photo Courtesy- KKR X)
নতুন মরশুম শুরুর আগে কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি দেখে খুশি ফ্যানেরা। এবার প্রিয় তারকাদের মাঠে জ্বলে ওঠা দেখার অপেক্ষা। (Photo Courtesy- KKR X)
advertisement
advertisement
advertisement