দাদাগিরি ১০ নম্বর সিজন শুরু হয়েছে মাসখানেক হল। এরই মধ্যে তা হিট। বাঙালি দর্শকরা তাঁদের প্রিয় ‘দাদা’কে শো হোস্ট হিসেবে দারুন পছন্দ করছেন। আর সৌরভও যেন এই শো-এর মাধ্যমে নিজের সঞ্চালনার দক্ষতা প্রমাণ করে চলেছেন নিয়মিত।
আরও পড়ুন- ঘরের মাঠে ফিরতেই গর্জন বাংলাদেশের! প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারাল ১৫০ রানে
advertisement
ডিসেম্বর মাসেই দাদাগিরি সিজন টেন-এর গ্র্যান্ড অডিশন। ৩ ডিসেম্বর রবিবার সেটি হওয়ার ঘোষণা করা হয়েছে। কলকাতার বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলে হবে সেটি। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অডিশন।
‘বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে’। এটাই এবার দাদাগিরির থিম। সৌরভের এই শো শুরু হয়েছে ৬ অক্টোবর থেকে। শুরুর দিকে শুক্রবার আর শনিবার হচ্ছিল সম্প্রচার। কালীপুজোর পর থেকে শনি আর রবিবার করা হয়েছে।
আরও পড়ুন- সিরিজ জিতে খুশির তুফানে ভাসল টিম ইন্ডিয়া, ফের অজিদের হার, ভারত জিতল ২০ রানে
ঐশ্বর্য রজনীকান্তের পরিচালনায় সৌরভের বায়োপিক আসছে। এই খবর এখন প্রায় সবার জানা। সৌরভের ভূমিকায় দেখা যেতে পারে বলিউড অভিনেতা আয়ুস্মান খুরানাকে। অভিনেতা নিজেও এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। তবে কবে থেকে শুটিং শুরু হবে তা নিয়ে কোনও আপডেট এখনও পাওয়া যায়নি।
আরও খবর পড়তে ফলো করুন