মেসি ইভেন্টের উদ্যোক্তা শতদ্রু দত্তের পিছনে সৌরভের হাত আছে বলে মন্তব্য করেন তিনি। এই ঘটনায় উত্তম সাহার বিরুদ্ধে অভিযোগ জানানোর পাশাপাশি আইনি নোটিশ পাঠিয়ে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন সৌরভ। মেসির অনুষ্ঠানে সরকারিভাবে সৌরভ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, এদিন তিনি সেটাও জানান।
সৌরভের দাবি, সোশ্যাল মিডিয়ায় এই ধরণের অযাচিত মন্তব্য তাঁর সুনাম এবং মানসিক শান্তি বিঘ্নিত করছে। সৌরভ কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন। কলকাতার ‘আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব’-এর সভাপতি উত্তম সাহা।
advertisement
লালবাজারে সৌরভ যে চিঠি পাঠিয়েছে তাতে সৌরভ দাবি করেছেন, ক্রীড়াবিদ এবং ক্রীড়া প্রশাসক হিসেবে পেশাগত জীবনে তিনি দেশে এবং বিদেশে সুনাম অর্জন করেছেন। তার পর এমন অযাচিত মন্তব্যের মাধ্যমে তাঁর সেই সুনাম নষ্ট করার চেষ্টা হচ্ছে।
উল্লেখ্য, ১৩ ডিসেম্বর অর্থাৎ গত শনিবার সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন লিওনেল মেসি। ভারত সফরে চারটি শহরে ঘুরেছেন মেসি। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে যান মেসি। এর মধ্যে প্রথমেই কলকাতায় আসেন মেসি। তবে যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। প্রায় ২০ মিনিট যুবভারতীতে ছিলেন মেসি। ভক্তরা অভিযোগ করেন, কিছু অবাঞ্ছিত লোকজন মেসিকে ঘিরে রাখায় গ্যালারি থেকে দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি।
আরও পড়ুন- মেসিকে উষ্ণ অভ্যর্থনা… ‘মানানসই’ কালো পোশাকে সাজলেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট!
মেসি স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার পর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এর পর মেসির সফরসূচির মূল আয়োজক শতদ্রু দত্ত গ্রেফতার হন। উত্তপ্ত পরিস্থিতির মাঝেই শতদ্রুর সঙ্গে সৌরভের নাম জুড়ে দেন উত্তম সাহা। তিনি কিছু আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ।
