সৌরভের পর ঋদ্ধিমান সাহা, তার পর থেকে আর কোনও বাংলার ক্রিকেটার ভারতীয় দলে একটানা জায়গা পাননি। মুকেশ কুমার, আকাশ দীপের মতো ক্রিকেটার অবাঙালি হলেও খেলেন বাংলার হয়েই। তবে তাঁরা কেউই ভারতীয় দলের নিয়মিত সদস্য হননি এখনও।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের টেস্ট সিরিজ শেষ হয়েছে। এবার সিরিজে একঝাঁক তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন। দীর্ঘ আট বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হয় করুণ নায়ারের। এদিকে, বাংলার অভিমন্যু ঈশ্বরণ ঘরোয়া ক্রিকেটে লাগাতার পারফর্ম করেও ডাক পাননি।
advertisement
প্রথম শ্রেনির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স। ভারতীয় এ দলে খেলছেন, নেতৃত্ব দিচ্ছেন। চার বছরের বেশি সময় হয়ে গেল টেস্ট স্কোয়াডে ডাক পাচ্ছেন। কিন্তু প্রথম একাদশে আর সুযোগ পাচ্ছেন না ঈশ্বরণ। রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের পর অনেকে মনে করেছিলেন, টেস্ট ওপেনার হিসেবে ঈশ্বরণের ডাক আসতে পারে! তবে সেটা হয়নি।
আরও পড়ুন- রোহিত শর্মার বাড়িতে এল নতুন সদস্য! ছবি প্রকাশ্যে, দেখেই অবাক সবাই
অভিমন্যুকে নিয়ে এক অনুষ্ঠানে সৌরভ বলেছেন, ‘এবার ওর অবশ্যই টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়া উচিত। তবে এটাও ঠিক, এই টিমে অনেকজন ভাল প্লেয়ার আছে। ফলে ওর সুযোগ হয়ে উঠছে না। তবে এখনও একটা ব্যাটিং স্লট খালি আছে বলে আমার মনে হয়। তিন নম্বর জায়গাটা খালি। অপেক্ষা করতে হবে। আর সুযোগ পেলে রান করতে হবে’
ইংল্যান্ড সফরে শুভমন গিল চারে ব্যাট করেন। তখন অনেকে মনে করেন, এবার হয়তো তিনে অভিমন্যুই খেলবেন! কিন্তু প্রথম বার ডাক পাওয়া সাই সুদর্শনকে খেলানো হয়। ফলে অভিমন্যু থেকে যান ওয়েটিং লিস্টে।