TRENDING:

Sourav Ganguly Car Accident: চেপে দেয় লরি! একের পর এক গাড়ির ধাক্কা! গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়

Last Updated:

Sourav Ganguly Car Accident: দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বর্ধমান যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বর্ধমান যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ির। বর্ধমানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁতনপুর বলে একটি জায়গায় সৌরভের গাড়ি রেঞ্জ রোভার দুর্ঘটনার সম্মুখীন হয়। ‌
News18
News18
advertisement

জানা গিয়েছে, স্বাভাবিকভাবেই যাচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। বৃষ্টি হচ্ছিব সেই সময়। সেই সময় হঠাৎই একটি লরি সৌরভের কনভয়ের পাশেই একটি লরি এসে লরি চেপে দেওয়ার কারণে দুর্ঘটনা হয় বলে জানান সৌরভের সঙ্গে থাকা লোকজন। পরিস্থিতি সামাল দিতে সৌরভের গাড়ির চালক দ্রুত ব্রেক কষেন। যার ফলে কনভয়ে থাকা সৌরভের পেছনের গাড়িগুলি একে একে ধাক্কা মারে।

advertisement

সৌরভের পিছনে থাকা গাড়িটিও সৌরভের গাড়িতে ধাক্কা মারে। যদিও দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে দুর্ঘটনার কারণে সৌরভের কনভয়ে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ‌দুর্ঘটনার পর রাস্তায় সৌরভকে প্রায় ১০ মিনিট অপেক্ষা করতে হয়। পরবর্তী সময়ে সৌরভ বর্ধমান ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে যোগ দেন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পান সৌরভ।

advertisement

আরও পড়ুনঃ IND vs BAN: গিলের দুরন্ত সেঞ্চুরি, ব্যাটে-বলে ভারতের আগুনে পারফরম্যান্সের সামনে ‘ঝলসে’ গেল বাংলাদেশ

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সৌরভের সঙ্গে থাকা এক ব্যক্তি জানান, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি আমরা। লরিটি যেভাবে আমাদের চেপে দিয়েছিল আরেকটু হলেই বিশাল বড় দুর্ঘটনা ঘটতে পারত। আচমকা ব্রেক মারার জন্য পেছনের গাড়িগুলো ধাক্কা মেরেছিল। তবে ভালো গাড়ি থাকার দরুন বড় দুর্ঘটনা হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly Car Accident: চেপে দেয় লরি! একের পর এক গাড়ির ধাক্কা! গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল