বৃহস্পতিবার বর্ধমান শহরে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যোগ দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে পড়ুয়াদের মধ্যে ছিল দাদাকে সামনে থেকে দেখার এক বিশেষ উন্মাদনা।
advertisement
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা সৌরভ গঙ্গোপাধ্যায়কে নানা প্রশ্ন করেন, যার উত্তরও খোলাখুলিভাবে দেন তিনি। এক পড়ুয়ার প্রশ্নের উত্তরে দাদা জানান, তাঁর জীবনী নিয়ে খুব তাড়াতাড়ি একটি বায়োপিক আসতে চলেছে। এই সিনেমায় সৌরভ গঙ্গোপাধ্যায় চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। তবে ডোনার চরিত্রে কে অভিনয় করবেন, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
তিনি আরও জানান, বায়োপিকটির কাজ বর্তমানে চলমান এবং এটি মুক্তি পেতে এখনও তিন থেকে চার বছর সময় লাগবে। দাদার জীবনের উত্থান-পতন, ক্রিকেট কেরিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং ব্যক্তিগত জীবনের গল্প বড় পর্দায় দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
Banowarilal Chowdhary