আগামী বছর ২০২৪ সালে মুক্তি পেতে পারে প্রাক্তন ভারত অধিনায়কের বায়োপিক। বর্তমানে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সিনেমার প্রযোজক লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ দুজনেই বর্তমানে কলকাতায় রয়েছেন। সৌরভের সঙ্গে বৈঠক করা ছাড়াও সৌরভের গল্প সংগ্রহ করছেন তার পরিবারের কাছ থেকে। শুক্রবার সৌরভের বেহালার বাড়ি বাইরে প্রযোজক সংস্থা দুই কর্ণধারের সঙ্গে কথা বলেন নিউজ 18 বাংলা-র প্রতিনিধি। সেখানে প্রযোজকদের পক্ষ থেকে জানানো হয়, এখনো সব কিছু চূড়ান্ত নয় তবে চলতি বছরের শেষে সিনেমার শুটিং শুরু হতে পারে। তবে সূত্রের খবর ক্রিকেট মাঠের সৌরভের গল্প প্রায় সবারই জানা। তাই মাঠের বাইরের মহারাজের বিভিন্ন অজানা গল্প খোঁজ চলছে।
advertisement
আরও পড়ুন: ‘শ্বশুর’ সচিনের সঙ্গে ‘জামাই’ শুভমান! এক ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া
সৌরভের স্ত্রী ডোনা থেকে মা এমনকি শ্বশুর, শাশুড়ির কাছ থেকেও বিভিন্ন অজানা গল্প সংগ্রহ করছেন প্রযোজকরা। আসলে সিনেমাটিকে আকর্ষণীয় করে তুলতে মাঠের বাইরের মহারাজের অজানা কাহিনীগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সৌরভ বিভিন্ন সময় নিজের জীবন কাহিনী প্রযোজকদের শোনাচ্ছেন। প্রযোজক সংস্থার পক্ষ থেকে কলকাতায় কিছু শুটিংয়ের জন্য জায়গাও ঘুরে দেখেছেন বলে খবর। যদিও সৌরভের বায়োপিক নিয়ে প্রকাশ্যে খুব বেশি বলতে নারাজ কেউই। যদিও বিভিন্ন সময় সৌরভ এই নিয়ে মুখ খুললেও সিনেমার পর্দায় কে হবেন মহারাজ তা এখনো চূড়ান্ত নয়। আয়ুষ্মান খুরানার নাম শোনা গেলেও তা চূড়ান্ত হয়নি বলেই খবর।
আরও পড়ুন: `পাকিস্তানের হুমকিতে কাজ হবে না, বিশ্বকাপে ভারতে যেতে বাধ্য বাবররা’! বোমা পাক ক্রিকেটারের
আসলে দেড়শ কোটির বাজেটের সিনেমার জন্য বড় নাম খুঁজছেন প্রযোজকরা। সূত্রের খবর, এই সিনেমার সঙ্গে যুক্ত সৌরভের ঘনিষ্ঠ মহল রণবীর কাপুরকে চাইলেও তা হওয়া সম্ভব নয় বলেই খবর। দোসরা জুন থেকে দু সপ্তাহের জন্য লন্ডনে ছুটি কাটাতে যাচ্ছেন সৌরভ। এখান থেকে ফিরে আসার পর এই বায়োপিক সংক্রান্ত আরও কয়েকটি বৈঠক হওয়ার কথা। তবে সৌরভের ভূমিকায় কে অভিনয় করবেন তা চূড়ান্ত হওয়ার পর সেই নাম ঢাক ঢোল পিটিয়েই ঘোষণা করা হবে বলে খবর।