'শ্বশুর' সচিনের সঙ্গে 'জামাই' শুভমান! এক ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

Last Updated:

Sachin Tendulkar with Shuvman Gill: সত্যিই কি সচিন তেন্ডুলকরের হবু জামাই শুভমান গিল? একটা ছবিতে ঝড়।

মুম্বই: কোন সারাকে ডেট করছেন শুভমান গিল?
এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট সমর্থকদের মনে। কারণ শুভমান নিজে এই ব্যাপারে রাখঢাক রেখে চলেছেন। কখনও তিনি সারা আলি খান বা সারা তেন্ডুলকরকে নিয়ে একটি কথাও বলেননি।
সারা তেন্ডুলকরের সঙ্গে তাঁর কথাবার্তা ছিল। আবার সারা আলি খানের ব্যাপারেও রহস্য জিইয়ে রেখেছেন শুভমান। ফলে গোটা ব্যাপারটা নিয়ে জলঘোলার শেষ নেই। কেউ বলছেন, আসলে সারা তেন্ডুলকরের সঙ্গেই সম্পর্ক রয়েছে। তবে এই ব্যাপারে কোনও প্রমাণ এখনও কারও হাতে নেই।
advertisement
advertisement
আরও পড়ুন- আইপিএল ফাইনালে এই পাঁচ জন ক্রিকেটার বদলে দিতে পারেন খেলার রঙ! দেখে নিন
অনেকেই বলছেন, সুনীল গাভাসকরের পর যেমন সচিন তেন্ডুলকর ভারতীয় ক্রিকেটের রাজার আসন নিয়েছেন, শুভমান তেমনই বিরাট কোহলির উত্তরসূরি। অনেকে অবশ্য বলছেন, এখনই এই ব্যাপারে দাবি করাটা ঠিক নয়।
এবার আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন শুভমান গিল। গুজরাটকে ফাইনালে তোলার ব্যাপারে তাঁর অবদান ছিল। সেই শুভমান গিলের একটি ছবি এখন ইন্টারনেটে ঝড় তুলছে। সেই ছবিতে গিলকে দেখা যাচ্ছে সচিন তেন্ডুলকরের পাশে।
advertisement
সচিনের কথা রীতিমতো মন দিয়ে শুনছেন শুভমান। অনেকেই তাই মজা করে বলেছেন, জামাই শুনছে শ্বশুরমশাইয়ের কথা। সচিন-শুভমানের সেই ছবি এখন ভাইরাল। অনেকেই এই ছবি নিয়ে মজার মজার কমেন্ট করছেন।
আরও পড়ুন- গিল নিয়ে চর্চা শুরু পাকিস্তানে! বিশ্বকাপের আগে চাপে শাহিন, রউফরা
কোয়ালিফায়ার-টু-র সময় তোলা এই ছবি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের সময় শুভমানের সঙ্গে অনেকক্ষণ কথা বলতে দেখা যায় সচিনকে। যার ফলে অনেকেই এই ছবি নিয়ে মজার কমেন্ট করছেন। এদিন ৬০ বলে ১২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শুভমান। আইপিএল প্লে-অফে কোনও ব্যাটারের করা এটাই সর্বোচ্চ রান।
বাংলা খবর/ খবর/খেলা/
'শ্বশুর' সচিনের সঙ্গে 'জামাই' শুভমান! এক ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement