তারপর বায়োপিকের স্ক্রিপ্ট লেখার কাজ করতেও বেশ সময় লাগে। গত বছর সিনেমার ডিরেক্টরের নামও প্রকাশ্যে আসে। বিক্রমাদিত্য মোতোয়ানি সৌরভের বায়োপিকের ডিরেক্টর। গত বছরই সম্পূর্ণ টিম নিয়ে কলকাতায় সৌরভের সঙ্গে বৈঠক করে প্রাথমিক রেইকির কাজ করে যান। তখন থেকেই প্রতীক্ষা শুরু হয় কবে থেকে শুরু হবে বায়োপিকের শুটিং। আর নতুন বছর পড়তেই শুটিং শুরুর সুখবর। আগামী মার্চ মাস থেকে শুরু হচ্ছে সৌরভের বায়োপিকের শুটিং। সম্ভাব্য তারিখ হিসেবে ৯ই মার্চ শুটিং শুরুর দিন ঠিক করা হয়েছে। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই শুটিং শুরু হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের।
advertisement
দীর্ঘদিন ধরেই সিনেমার প্রি-প্রোকাডশন সংক্রান্ত কাজ চলছে। যা খবর, সেই কাজ প্রায় শেষ। এবার শুটিং পর্ব শুরু হবে। প্রথম পর্বের শুটিং হবে মুম্বইয়ে। তবে সিনেমায় অনেকটা জায়গা জুড়ে কলকাতায় শুটিং রয়েছে। এমনকি ইংল্যান্ডেও শুটিং রয়েছে। পাকিস্তানের সৌরভের সাফল্যের বিষয়টিও থাকবে সিনেমায়। তবে এখন পাকিস্তানে যাওয়া সম্ভব নয় বলে, মুম্বইতেই সেট তৈরি করা হবে। এরমধ্যেই রবিবার ইডেনে আসেন সৌরভের বায়োপিকের পরিচালক বিক্রমাদিত্য মোতোয়ানি। তাঁর সঙ্গে ছিলেন প্রোডাকশনের অন্য সদস্যরাও। এদিন তাঁরা ইডেন ঘুরে দেখেন। সিএবি কর্তাদের সঙ্গে বৈঠকও করেন।
এছাড়াও যা খবর, মঙ্গলবার সৌরভের বাড়িতেও যাবেন। তার আগে সোমবার ময়দানে বেশ কিছু জায়গায় যাওয়ার কথা। আসলে শুটিংয়ের আগে শেষবারের জন্য রেইকি করতে এসেছেন বায়োপিকের পরিচালক। সবকিছু খতিয়ে দেখে শুটিংয়ের পরিকল্পনা তৈরি করবেন তিনি। বায়োপিকে রাজকুমার রাও সৌরভের চরিত্রে অভিনয় করবেন, তা চূড়ান্ত হয়েছে আগেই।
আরও পড়ুনঃ Virat Kohli: চাপের মুহূর্তে কোহলির রাজকীয় সেঞ্চুরি, বুঝিয়ে দিলেন ওডিআই ক্রিকেটে এখনও তিনিই ‘কিং’
তবে সকলের কৌতুহল ছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্র কে করবেন, তা ঠিক হয়নি এখনও। যা খবর, কোনও বাঙালি অভিনেত্রীকেই দেখা যেতে পারে এই ভূমিকায়। এর আগে মিমি চক্রবর্তী নাম শোনা গিয়েছিল। আসলে সবটাই চূড়ান্ত হবে সৌরভ দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর। এসএ টি-টোয়েন্টির দল প্রিটোয়িয়া ক্যাপিটালসের কোচ হিসাবে আপাতত সেদেশে রয়েছেন তিনি। সেমিফাইনালে উঠেছে তার দল। চলতি মাসের শেষদিকে শহরে ফেরার কথা সৌরভের।
