TRENDING:

Sourav Ganguly in Hospital: আইপিএল ২০২২ মেগা নিলামের আগের দিন বেঙ্গালুরুতে হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়

Last Updated:

রাত পোহালেই বেঙ্গালুরুতে আইপিএল ২০২২ -র মেগা নিলাম (IPL 2022 Mega Auction)৷ তার আগে বেঙ্গালুরুর নারায়ণা হেলথ সিটি হাসপাতালে ভর্তি হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly in Hospital) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: ২০২১ -র জানুয়ারি মাসে হৃদযন্ত্রের সমস্যার জন্য সৌরভের হার্টে স্টেন বসেছিল। তারপর থেকে দাদা বেশ সুস্থই ছিলেন৷ কিন্তু গত বছর ডিসেম্বর মাসের একদম শেষদিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)৷ এবার আবার হাসপাতালে দাদা৷ রাত পোহালেই বেঙ্গালুরুতে আইপিএল ২০২২ -র মেগা নিলাম (IPL 2022 Mega Auction)৷ তার আগে বেঙ্গালুরুর নারায়ণা হেলথ সিটি হাসপাতালে ভর্তি হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly in Hospital) ৷
সৌরভের ট্যুইটে জল্পনা৷
সৌরভের ট্যুইটে জল্পনা৷
advertisement

হার্টের নিয়মিত চেকআপের জন্য এই ভর্তি হতে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly in Hospital) ৷ বেঙ্গালুরুতে ডক্টর দেবী শেঠির কাছে হেলথ চেকআপ ছিল দাদা-র৷ তিনি এই হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং নারায়ণা হাসপাতালের চেয়ারম্যান৷ চিকিৎসকরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের  (Sourav Ganguly) হার্টের কন্ডিশন খতিয়ে দেখছেন৷

Sourav Ganguly admitted to Narayana Health City in Bengaluru for health check up jut before IPL 2022 mega auction

advertisement

Sourav Ganguly admitted to Narayana Health City in Bengaluru for health check up jut before IPL 2022 mega auction

রাত পোহালেই বেঙ্গালুরুতে আইপিএল ২০২২ মেগা নিলাম (IPL 2022 Mega Auction)৷ ২২৭ জন বিদেশি ক্রিকেটার সহ মোট ৫৯০ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন৷ ২ দিনের তারকা খচিত মেগা এই ইভেন্টে নজর সকলের৷ গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ন্টস এবারই প্রথম এই আইপিএল নিলামে অংশ নিচ্ছে৷ তাছাড়াও আগের পুরনো আটটি দল রয়েছে৷ মোট ১০ টি দল এই নিলামে অংশ নেবে৷

advertisement

আরও পড়ুন - Ind vs WI: দাদারা ফ্লপ, শ্রেয়স, পন্থ, দীপকদের ব্যাটে ভারতের স্কোর ২৬৫/১০

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত বছরের শেষে করোনার কারণে হাসপাতালে ভর্তি হলেও খুব বেশি জটিলতা না থাকায় তাঁকে চারদিন বাদে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷ এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মেয়ে সানাও করোনা পজিটিভ হয়েছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly in Hospital: আইপিএল ২০২২ মেগা নিলামের আগের দিন বেঙ্গালুরুতে হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল