মোম গঙ্গোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট! স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রথম স্ত্রী তিনি। প্রথম দিকে তাঁদের দাম্পত্য জীবন সুখের হলেও, যত সময় গড়িয়েছে ততই সেই সম্পর্ক যেন তেতো হয়েছে।
—- Polls module would be displayed here —-
বিবাহ বিচ্ছেদ হয়েছে তাঁদের। স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও মোমের এক মেয়ে। তিনি বিদেশে রয়েছেন। স্নেহাশিস দাবি করেছেন, মেয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলেছিলেন তিনি। প্রথমে মেয়ে রাজি না হলেও পরে সম্মতি দেন।
advertisement
আরও পড়ুন- শামির পরিণতি হত সুশান্তের মতো! ১৯ তলা থেকে ঝাঁপ দিতেন! বন্ধুর বিস্ফোরক দাবি
অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয়বার বিয়েটা সেরে ফেলেছেন স্নেহাশিস। এখনও রিসেপশন বাকি। তবে এই বিয়ে নিয়ে একের পর এক ইঙ্গিতবহ পোস্ট করেছেন স্নেহাশিসের প্রথম স্ত্রী মোম।
তিনি একটি অডিয়ো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই অডিওর সার কথা, ‘তোমাকে কেউ ছেড়ে চলে গেলে সেই পরিস্থিতি গ্রহণ করতে শেখো। যে তোমাকে ভাল না বাসে তাঁকে যেতে দাও। কেউ অন্। কাউকে বেছে নিলে নিজেকে সরিয়ে নিতে হয়। নিজের চলার রাস্তা আলাদা করে নিতে হয়। কারণ আমরা যাঁকে ভালবাসব, সে যে সব সময় সঙ্গে থাকবে তা নয়’।
তিনি স্ট্যাটাস শেয়ার করেন- আমার জীবন থেকে এমন মানুষরা চলে গিয়েছে, যাঁরা একটা সময় আমার গোটা পৃথিবীজুড়ে ছিল। তবুও বলব, আমি এখন বেশ আছি। মানুষকে সময় দিতে হয়, স্পেস দিতে হয়। কাউকে জোর করে আটকে রাখাটা ঠিক নয়…।’
আরও পড়ুন- ডাম্বুলায় শাফালি ঝড়, বল হাতে কামাল ভারতের মেয়েরা, নেপালকে দুরমুশ করে সেমিতে
তিনি আরও স্ট্যাটাস শেয়ার করেন- ভাল বাবা হয় যাঁরা তাঁরা তাঁদের সন্তানের মাকে অসম্মান করে না।