Women's Asia Cup: ডাম্বুলায় শাফালি ঝড়, বল হাতে কামাল ভারতের মেয়েরা, নেপালকে দুরমুশ করে ১ নম্বর দল হয়ে সেমিতে স্মৃতি-রিচারা

Last Updated:

Women's Asia Cup: ভারতীয় মহিলা দল বনাম পাকিস্তান মহিলা দল কি মুখোমখি হবেগক ফের একবার! এশিয়া কাপের সেমিতে পৌঁছল দুরন্ত মেয়েরা৷

গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে এশিয়া কাপের সেমিতে ভারতের মেয়েরা
গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে এশিয়া কাপের সেমিতে ভারতের মেয়েরা
ডাম্বুলা: এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মেয়েরা নেপালকে নিয়ে কার্যত ছেলেখেলা করল৷ মঙ্গলবার গ্রুপ এ -র ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া৷ শাফালি ভর্মা ব্যাট হাতে নেপালি বোলাদের কার্যত দুরমুশ করে দেন৷ এদিন ২০ ওভারে ৩ উইকেটে ১৭৮ রান করে৷ অন্যদিকে রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে নেপালি ব্যাটিং লাইন আপ৷ ৮২  রানে ম্যাচ জিতে যান ভারতের মেয়েরা৷
এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন ভারতের দুই মেয়ে শাফালি ভর্মা এবং দয়ালান হেমলতা৷ শাফালির ব্যাট এদিন আগুন ঝরায়৷  মাত্র ৪৮ বলে ৮১ রান করেন তিনি৷ তাঁর এদিনের সাজানো ১২ টি চার ও ১ টি ছক্কা দিয়ে৷
advertisement
advertisement
এদিকে তাঁর প্রথম উইকেটে যথেষ্ট সঙ্গত দেন হেমলতা৷ তিনি ৪২ বলে ৪৭ রান করে৷ তিনি পাঁচটি চার এবং ১ টি ছয় মারেন৷ সঞ্জীবন সঞ্জনা, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ ১০, ২৮, ৬ রান করেন৷
—- Polls module would be displayed here —-
এদিকে এই বিশাল রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে নেপালের মহিলা ক্রিকেট দল৷ দলের ৮ রানে প্রথম উইকেট খোয়ানো শুরু হয় আর সেই ধারাই চলতে থাকে৷ ২০ ওভারে ১০০ রানেও পৌঁছতে পারল না টিম নেপাল৷ ৯ উইকেটে ৯৬ রানে থমকে যায় নেপাল৷
advertisement
ভারতের হয়ে দীপ্তি শর্মা ৩ উইকেট নেন মাত্র ১৩ রান দিয়ে৷ এছাড়াও অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব ২ টি করে উইকেট নেন৷ ১ উইকেট নেন রেণুকা সিং৷
এদিকে টিম ইন্ডিয়া গ্রুপ এ পর্বের সব ম্যাচে জিতে গ্রুপের এক নম্বর দল হিসেবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করল৷ অন্যদিকে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল যারা সেমিফাইনালের টিকিট পেল তারা হল পাকিস্তান৷
advertisement
এরফলে যদি ভারত ও পাকিস্তান দুই মহিলা দলই নিজেদের এশিয়া কাপ সেমিফাইনাল জেতে তাহলে ফাইনালে ফের একবার হতে পারে ভারত বনাম পাকিস্তান৷
বাংলা খবর/ খবর/খেলা/
Women's Asia Cup: ডাম্বুলায় শাফালি ঝড়, বল হাতে কামাল ভারতের মেয়েরা, নেপালকে দুরমুশ করে ১ নম্বর দল হয়ে সেমিতে স্মৃতি-রিচারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement