Women's Asia Cup: ডাম্বুলায় শাফালি ঝড়, বল হাতে কামাল ভারতের মেয়েরা, নেপালকে দুরমুশ করে ১ নম্বর দল হয়ে সেমিতে স্মৃতি-রিচারা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Women's Asia Cup: ভারতীয় মহিলা দল বনাম পাকিস্তান মহিলা দল কি মুখোমখি হবেগক ফের একবার! এশিয়া কাপের সেমিতে পৌঁছল দুরন্ত মেয়েরা৷
ডাম্বুলা: এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মেয়েরা নেপালকে নিয়ে কার্যত ছেলেখেলা করল৷ মঙ্গলবার গ্রুপ এ -র ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া৷ শাফালি ভর্মা ব্যাট হাতে নেপালি বোলাদের কার্যত দুরমুশ করে দেন৷ এদিন ২০ ওভারে ৩ উইকেটে ১৭৮ রান করে৷ অন্যদিকে রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে নেপালি ব্যাটিং লাইন আপ৷ ৮২ রানে ম্যাচ জিতে যান ভারতের মেয়েরা৷
এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন ভারতের দুই মেয়ে শাফালি ভর্মা এবং দয়ালান হেমলতা৷ শাফালির ব্যাট এদিন আগুন ঝরায়৷ মাত্র ৪৮ বলে ৮১ রান করেন তিনি৷ তাঁর এদিনের সাজানো ১২ টি চার ও ১ টি ছক্কা দিয়ে৷
advertisement
advertisement
এদিকে তাঁর প্রথম উইকেটে যথেষ্ট সঙ্গত দেন হেমলতা৷ তিনি ৪২ বলে ৪৭ রান করে৷ তিনি পাঁচটি চার এবং ১ টি ছয় মারেন৷ সঞ্জীবন সঞ্জনা, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ ১০, ২৮, ৬ রান করেন৷
—- Polls module would be displayed here —-
এদিকে এই বিশাল রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে নেপালের মহিলা ক্রিকেট দল৷ দলের ৮ রানে প্রথম উইকেট খোয়ানো শুরু হয় আর সেই ধারাই চলতে থাকে৷ ২০ ওভারে ১০০ রানেও পৌঁছতে পারল না টিম নেপাল৷ ৯ উইকেটে ৯৬ রানে থমকে যায় নেপাল৷
advertisement
ভারতের হয়ে দীপ্তি শর্মা ৩ উইকেট নেন মাত্র ১৩ রান দিয়ে৷ এছাড়াও অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব ২ টি করে উইকেট নেন৷ ১ উইকেট নেন রেণুকা সিং৷
এদিকে টিম ইন্ডিয়া গ্রুপ এ পর্বের সব ম্যাচে জিতে গ্রুপের এক নম্বর দল হিসেবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করল৷ অন্যদিকে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল যারা সেমিফাইনালের টিকিট পেল তারা হল পাকিস্তান৷
advertisement
এরফলে যদি ভারত ও পাকিস্তান দুই মহিলা দলই নিজেদের এশিয়া কাপ সেমিফাইনাল জেতে তাহলে ফাইনালে ফের একবার হতে পারে ভারত বনাম পাকিস্তান৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2024 10:08 PM IST