TRENDING:

Fifa World Cup Qualifier : দেড় লাখ মানুষের দেশ, তারাও খেলবে বিশ্বকাপ! নতুন ইতিহাস ফুটবলে, ২৮ বছর পর বিশ্বকাপে আরেক দেশ

Last Updated:

Fifa World Cup Qualifier : মঙ্গলবার রাতে শেষ হয়েছে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। ইউরোপ, আফ্রিকা, এশিয়া-সহ সব জ়োন মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৪২টি দল সরাসরি জায়গা করে নিয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। বিশ্বকাপের ফরম্যাটে বদল হয়েছে। ৩২ থেকে দলের সংখ্যা বেড়ে হয়েছে ৪৮। ফলে এবার প্রতিযোগিতা আরও বেশি কঠিন।
News18
News18
advertisement

মঙ্গলবার রাতে শেষ হয়েছে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। ইউরোপ, আফ্রিকা, এশিয়া-সহ সব জ়োন মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৪২টি দল সরাসরি জায়গা করে নিয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপে। কেপ ভের্দের মতো ছোট্ট দেশ আগেই চমকে দিয়েছে ফুটবলপ্রেমীদের। এবার আরও একটি ছোট্ট দেশ চমকে দিল সবাইকে।

সাড়ে পাঁচ লক্ষের দেশ কেপ ভার্দে নজির গড়েছিল। এবার দেড় লক্ষ জনসংখ্যার দেশ কুরাসাও সবাইকে চমকে দিল। কোচকে ছাড়াই ইতিহাস তৈরি করল কুরাসাও। ইউরোপের পাঁচটি দেশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে মঙ্গলবার রাতে। ইউরোপের আরও চারটি দেশ প্লে-অফ খেলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। বাকি দু’টি দেশ যোগ্যতা অর্জন করবে আন্তর্মহাদেশীয় প্লে-অফ থেকে। সেই যোগ্যতা অর্জন পর্ব হবে পরের বছর মার্চে। যদিও বিশ্বকাপের সূচি হয়ে যাবে তার আগে। আমেরিকার জন এফ কেনেডি সেন্টারে ড্র হবে ৫ ডিসেম্বর।

advertisement

এখনও পর্যন্ত ৪২টি দল জায়গা পেয়েছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে। বাকি ছ’টি জায়গায় জন্য লড়াই করবে মোট ২২টি দল। আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা পেয়েছে কানাডা, মেক্সিকো এবং আমেরিকা।

মঙ্গলবার রাতে জামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে কুরাসাও। কনকাকাফ থেকে বিশ্বকাপে খেলতে যাচ্ছে পানামা এবং হাইতি। কুরাসাও অপরাজিত থেকে বিশ্বকাপে যাচ্ছে। কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাট দেশে ফিরে যাওয়ায় ডাগ-আউটে ছিলেন না।

advertisement

আরও পড়ুন- আগ্রহ বাড়ছে মহিলা ক্রিকেটের! পরিকাঠামো থেকে সুযোগ সবেতেই দেখা যাবে পরিবর্তন, মত ঝুলনের

সেরা ভিডিও

আরও দেখুন
হাসপাতাল থেকে শ্মশান কিংবা মার্কেট, পরিষ্কার করাই তাঁর কাজ! সবটাই আনন্দ পেতে...
আরও দেখুন

ক্ষুদ্রতম দেশ হিসাবে বিশ্বকাপ খেলার নজির ছিল আইসল্যান্ডের। ২০১৮ বিশ্বকাপে তারা খেলেছিল। তখন তারা ছিল সাড়ে তিন লক্ষের দেশ। সেই নজির ছাপিয়ে গেল কুরাসাও। পানামা দ্বিতীয় বার বিশ্বকাপ খেলবে। তারা এদিন ৩-০ হারিয়েছে এল সালভাদরকে। হাইতি ২-১ হারিয়েছে নিকারাগুয়াকে। ২৮ বছর পর বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে স্পেন, বেলজিয়াম, অস্ট্রিয়া, সুইৎজারল্যান্ড।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Fifa World Cup Qualifier : দেড় লাখ মানুষের দেশ, তারাও খেলবে বিশ্বকাপ! নতুন ইতিহাস ফুটবলে, ২৮ বছর পর বিশ্বকাপে আরেক দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল