গায়ক রাহুল বৈদ্য বিতর্কে জড়ান ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে ‘জোকার’ বলে। রাহুল সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি ও অভিনেত্রী অবনীত কৌরের একটি ঘটনা নিয়ে মন্তব্য করেন। পরে বিরাট ভক্তদের তীব্র প্রতিক্রিয়া পাওয়ার পর তিনি পোস্ট করেন – “বিরাট কোহলির ভক্তরা বিরাটের থেকেও বড় জোকার!”
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে পাপারাজ্জিদের একজন তাঁকে এই বিতর্ক নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন – “আমি নিজেও বিরাট কোহলির ভক্ত ভাই। আমি ওকে পাগল বলিনি, আমি জোকার বলেছি।”
advertisement
কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি অবনীত কৌরের একটি পোস্টে বিরাট কোহলির অ্যাকাউন্ট থেকে ‘লাইক’ পড়া নিয়ে চারদিকে গুঞ্জন শুরু হয়। ওই ঘটনার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও ভারতের ব্যাটার বিরাট কোহলি একটি ব্যাখ্যা দেন।
কোহলি দাবি করেন, এটি একটি ইনস্টাগ্রাম অ্যালগরিদমের ভুলের কারণে হয়েছে, যার ফলে তার অ্যাকাউন্ট থেকে ভুলবশত ইন্টারঅ্যাকশন হয়ে যায়।
এই ব্যাখ্যার পর সোশ্যাল মিডিয়ায় আলোচনা কিছুটা থেমে গেলেও গায়ক রাহুল বৈদ্যের মন্তব্যে আবার আগুনে ঘি পড়ে। রাহুল বৈদ্য ইনস্টাগ্রামে কয়েকটি স্টোরি শেয়ার করে বিরাট কোহলির ব্যাখ্যাকে ব্যঙ্গ করেন।
রাহুল বলেন, “আমি বলতে চাই যে আজকের পর থেকে এমন হতে পারে, অ্যালগরিদম অনেক ছবিতে লাইক করে দেবে, যেগুলো আমি করিনি। তাই যে মেয়েই হোক, দয়া করে এই নিয়ে পিআর করবেন না, কারণ এটা আমার ভুল নয়। এটা ইনস্টাগ্রামের ভুল, ঠিক আছে?”
রাহুল আরও দাবি করেন, বিরাট কোহলি তাঁকে ইনস্টাগ্রামে ব্লক করে দিয়েছেন, যদিও এটাও ‘ইনস্টাগ্রামের গ্লিচ’ হতে পারে – যেমনটি বিরাট নিজেই আগে বলেছিলেন।
আরও পড়ুন- বিরাট কোহলির হাতে এই যন্ত্রটার কাজ কী? রিস্ট ব্যান্ডের মতো দেখতে! দাম শুনলে অবাক হবেন
তিনি মজা করে বলেন, “তা হলে বন্ধুরা, বিরাট কোহলি আমাকে ব্লক করেছেন, যেমনটা তোমরা জানো। আমি মনে করি এটাও ইনস্টাগ্রামের গ্লিচ। বিরাট কোহলি আমাকে ব্লক করেননি। ইনস্টাগ্রামের অ্যালগরিদমই হয়তো বিরাটকে বলেছে – ‘এই কাজ কর, আমি তোর হয়ে রাহুল বৈদ্যকে ব্লক করে দিই’। ঠিক তো?”
সেই রাহুল বৈদ্য এদিন আবার লেখেন, ‘বিরাট কোহলি ধন্যবাদ আমায় আনব্লক করার জন্য। আপনি দুনিয়ার অন্যতম সেরা ক্রিকেটার। আপনি ভারতের গর্ব। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আপনার পরিবারকেও।’