TRENDING:

মদের বোতল হাতে ছবি পোস্ট ধাওয়ানের, তারপর যা হল!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ভারত সিরিজে ব্যবধান কমিয়েছে ৷ ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া, সবদিকে খুশির জোয়ার ৷ ক্রিকেটাররাও দারুণ খুশি ৷ খুশির আনন্দে মাতোয়ারা ক্রিকেটাররা ড্রেসিংরুমেই শুরু করেছিলেন সেলিব্রেশন ৷
advertisement

সেখানেই শিখর ধাওয়ান ও মুরলী বিজয় বিয়ারের বোতল হাতে আনন্দ করছিলেন ৷ এইরকম আনন্দের মুহূর্তে সেলফি তো বনতা হ্যায় ৷ ব্যাস শুধু সেলফি নিয়েই ক্ষান্ত হলেন না ধাওয়ান ৷ সেটা পোস্টও করে দিলেন সোশ্যাল মিডিয়ায় ৷

ব্যাস আর যাবেন কোথায় ৷ এমনিতেই নেটিজেনদের মধ্যে নীতিবাগীশদের অভাব নেই ৷ সেখান থেকে আসতে শুরু নিদারুণ সব কড়া উপদেশমূলক বার্তা ৷

advertisement

সকলেরই একটা বক্তব্য এক যে জাতীয় দলের জার্সি পরিহিত অবস্থায় কী করে দুই ক্রিকেটার নিজেদের মদ্যপানের ছবি দিতে পারেন ৷ কয়েকজন আবার আরও এগিয়ে বলেছেন তাঁরা আইকন ৷ তাঁরা যদি এসব করেন তাহলে তরুণ প্রজন্ম কী বার্তা পাবে ৷

advertisement

আরও পড়ুন - Asian Games : টেনিসে এল সোনা, কারিগর বোপান্না-দ্বিবিজ, শুটিংয়ে ব্রোঞ্জ হিনার

তারমধ্যে মুরলী বিজয়ের দিকে আরও বেশি ব্যাঁকা প্রশ্ন গেছে ৷ ট্রেন্টব্রিজ টেস্টে দলে ছিলেন না বিজয়, আর বাকি সিরিজ থেকেই বাদ পরে গেছেন ৷ তাহলে তিনি কিসের এত আনন্দ করছিলেন ৷ এটাও বলা হয়েছে উনি কি তাহলে দেশে ফিরে আসার সেলিব্রেশন করছিলেন ৷

advertisement

সোজাকথায় টুইটারে একেবারে ভাইরাল বিয়ার সেলিব্রেশন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মদের বোতল হাতে ছবি পোস্ট ধাওয়ানের, তারপর যা হল!