বিশ্বকাপ বাছাই পর্বে চমকে দেওয়ার মতো পারফরম্যান্স ছিল এই তারকা ক্রিকেটারের। দেশের হয়ে তিনিই দ্রুততম ওডিআই সেঞ্চুরি করেছিলেন। টুর্নামেন্টে নিয়েছেন ৯টি উইকেট।
এই নিয়ে দ্বিতীয় বার বিশ্বকাপে থাকতে পারবে না জিম্বাবোয়ে। ওয়েস্ট ইন্ডিজের পর এবার ভারতে অনুষ্ঠিত হতে চলা একদিনের বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বেই ছিটকে গেছে তারা। বাছাইপর্বের সুপার-৬ রাউন্ডের ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৩১ রানে হেরেছে জিম্বাবোয়ে। ২০১৯ বিশ্বকাপের জন্যও যোগ্যতা অর্জন করতে পারেনি।
advertisement
আরও পড়ুন– কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে লিফলেট তুলে দিল তৃণমূল কংগ্রেস, কী লেখা রয়েছে তাতে?
এই পরাজয় মেনে নিতে পারছেন না জিম্বাবোয়ের এক শক্তিশালী ক্রিকেটার। ভাইরাল ছবিতে দেখা গিয়েছে ড্রেসিংরুমে হুডেড শার্ট পরে মাথা নীচু করে বসে আছেন তিনি। দু’হাতে মুখ ঢাকা। বোঝাই যাচ্ছে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। কে তিনি?
তিনি জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার সিকন্দর রাজা।
বিশ্বকাপ বাছাইপর্বে অসাধারণ পারফর্ম করেন সিকন্দর রাজা। গোটা টুর্নামেন্টে ১টি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরির সাহায্যে ৩২৫ রান করেছেন। এছাড়াও তাঁর সংগ্রহে রয়েছে ৯টি উইকেট। এক সময় জিম্বাবোয়েকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের দৌড়ে সামনের সারিতে দেখা যাচ্ছিল। তার অন্যতম কারণ ছিলেন সিকন্দর রাজা। কিন্তু শেষ পর্যন্ত তাঁর দলকে এনে দিতে পারেননি বিশ্বকাপের টিকিট।
স্কটল্যান্ডের বিরুদ্ধেও ভাল ব্যাটিং করেছিলেন সিকন্দর। ৪০ বলে তিনি সংগ্রহ করেন ৩৪ রান। দু’টি ৪ ও একটি ৬-এর বিনিময়ে। কিন্তু জিততে পারেনি দেশ। আসলে জিম্বাবোয়েকে ২৩৫ রানের টার্গেট দিয়েছিল স্কটল্যান্ড। ৪১.১ ওভারে মাত্র ২০৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।